এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রকাশ্যেই ক্রমশ ‘বিদ্রোহী’ শুভেন্দু? বিজেপি-যোগের গুঞ্জনেও কেন নীরব মমতা? প্রশ্ন তৃনমূলেই

প্রকাশ্যেই ক্রমশ ‘বিদ্রোহী’ শুভেন্দু? বিজেপি-যোগের গুঞ্জনেও কেন নীরব মমতা? প্রশ্ন তৃনমূলেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হলে দলের ভাঙ্গন রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের পরামর্শ নিতে শুরু করেন। আর তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতার দায়িত্ব নেওয়া প্রশান্ত কিশোর শাসক দলকে আরও বেশি করে চাঙ্গা করতে নানা রকম কর্মসূচি বাস্তবায়িত করার পক্ষে যোগ দেন। এক্ষেত্রে জনসংযোগ তার বড় অস্ত্র ছিল। শুধু তাই নয়, তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে চলে গিয়েছিলেন, তাদেরকে তৃণমূল কংগ্রেসে আনার জন্য নানা ফর্মুলা বাতলে দিতে দেখা গিয়েছিল সেই প্রশান্ত কিশোরকে।

কিন্তু প্রশান্ত কিশোর এসেও তৃণমূলের ভাঙ্গন আটকাতে পারলেন না। এবার রাজ্যজুড়ে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সবথেকে বেশি যিনি জনপ্রিয়, সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় শুভেন্দুবাবুর নানা মন্তব্য চিন্তার ভাঁজ ফেলেছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কপালে। সেদিক থেকে দলের ভাঙ্গন আটকানো প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ঠিক তেমনই শুভেন্দু অধিকারীর একের পর এক মন্তব্য পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় নীরবতা পালন করছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

একাংশ বলছেন, প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো কাজ করছিলেন। সেদিক থেকে যত দিন যাচ্ছে, ততই গুরুত্ব হারাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। তাই এবার শুভেন্দুবাবুর সঙ্গে দলের দূরত্ব ক্রমশ বাড়তে শুরু করায় চিন্তা বাড়ছে তৃণমূল কংগ্রেসের। অনেকে বলছেন, এই শুভেন্দু অধিকারী বিগত বাম আমলে নন্দীগ্রামে তৃণমূলের ভোটব্যাংক শক্তিশালী করার পেছনে প্রধান ভূমিকা পালন করেছিলেন। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর দিনাজপুর, মালদার মত কংগ্রেসের শক্ত ঘাঁটিতে তৃণমূলের ভোটব্যাংক পুনরুদ্ধার করার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন শুভেন্দুবাবু।

সেদিক থেকে দলকে সবসময় ভালো জায়গায় নিয়ে যাওয়া সেই শুভেন্দু অধিকারী প্রশান্ত কিশোর দলের দায়িত্ব নেওয়ার পর ঠিকমত গুরুত্ব পাচ্ছিলেন না। সাম্প্রতিক কালে তিনি তৃণমূলে বড় দায়িত্ব পাবেন বলে মনে করা হলেও, তার দায়িত্ব অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। তাই এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী এখন নিজের মত করে পথ চলতে শুরু করেছেন। দল এবং সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করে দলহীন কর্মসূচিতে যোগ দিয়ে একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যাচ্ছে তাকে। যা নিয়ে সামনের বিধানসভা নির্বাচনের আগে কার্যত চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা। সেক্ষেত্রে শুভেন্দুবাবু একের পর এক বিদ্রোহী মন্তব্য করলেও, কেন মমতা বন্দ্যোপাধ্যায় নীরব রয়েছেন! কেন তিনি শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর চেষ্টা করছেন না?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুভেন্দু অধিকারীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রশান্ত কিশোর নীরবতা পালন করলেও, ফিরহাদ হাকিমের মত নেতারা আবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করে রাজ্যের পরিবহনমন্ত্রীকে খোঁচা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। যার পাল্টা উত্তর দিয়েছেন পরিবহনমন্ত্রী। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এমনিতেই সরগরম রাজনৈতিক মহল। তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি তৃণমূলের দূরত্ব এভাবেই বাড়তে শুরু করে, তাহলে আগামী দিন যে তৃণমূলের পক্ষে খুব একটা ভালো হবে না, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

তাই অচিরেই দলের ভরাডুবি রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর চেষ্টা করা খুব জরুরি বলে দাবি করছেন একাংশ। কিন্তু সমালোচকরা বলছেন, এই শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা খুব একটা ভালো নয়। সেদিক থেকে যখন দলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরকে এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন শুভেন্দু অধিকারী যাই করুক না কেন, তার মান ভাঙানোর চেষ্টা করার দিক থেকে কিছুটা বিরত রয়েছেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রশান্ত কিশোর বলে দাবি একাংশের। তবে এই বিরত থাকা আগামীদিনে তৃণমূলের সর্বনাশ ডেকে আনবে কিনা, তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপি যোগের জল্পনার মাঝেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা শেষ পর্যন্ত ভঙ্গ হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!