এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রভাবশালী তৃণমূল নেতাকে কুপিয়ে-গুলি করে হত্যার চেষ্টা! বিজেপির হাত না গোষ্ঠীদ্বন্দ্ব?

প্রভাবশালী তৃণমূল নেতাকে কুপিয়ে-গুলি করে হত্যার চেষ্টা! বিজেপির হাত না গোষ্ঠীদ্বন্দ্ব?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে চরমে উঠেছে শাসক-বিরোধী তরজা। কিন্তু এর মাঝেই এবার এক তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বসিরহাটের সোলাদানার বেলতলা এলাকায়। জানা গেছে, সোমবার রাত নটার সময় দন্ডিরহাট বাজার থেকে কাজ করে বাইকে করে সোলাদানায় নিজের বাড়িতে ফিরছিলেন তৃণমূলের বসিরহাট 1 পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রশান্ত ঘোষ।

রাস্তায় তিনি এক জায়গায় বাইকের গতি কম করতেই বেশ কয়েক জন দুষ্কৃতী তার উপর ঝাঁপিয়ে পড়ে। আর এরপরই প্রশান্তবাবু মাটিতে পড়ে গেলে দুষ্কৃতীরা তাকে বাঁশ, লাঠি, রড দিয়ে মারতে শুরু করে। এদিকে এই ঘটনার পর রাস্তা দিয়ে একটি বাইকে চারজন যাওয়ার সময় দেখতে পান যে, এক ব্যক্তি পড়ে রয়েছে। আর তা দেখে তারা বাইক দাঁড় করাতেই দুষ্কৃতীরা গুলি ছুঁড়তে শুরু করে।

আর সেই গুলি লাগে হাসানুর মোল্লা নামে এক ব্যক্তির পায়ে। পরবর্তীতে দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। স্বাভাবিক ভাবেই তৃণমূল নেতার ওপর দুষ্কৃতীদের এই হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। কে বা কারা এই হামলা চালালো, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও বা তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি। কে তার ওপর এইভাবে হামলা চালালো? এদিন এই প্রসঙ্গে তৃণমূলের প্রশান্ত ঘোষ বলেন, “ঘটনার সময় একটা বাইক না আসলে দুষ্কৃতীর আমাকে মেরে ফেলত। আমার কোনো শত্রু নেই। তা সত্ত্বেও কেন দুষ্কৃতী হামলা চালালো, তা বুঝতে পারছি না।” একাংশ বলছেন, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে যেভাবে এই তৃণমূল নেতার ওপর হামলার ঘটনা ঘটল, তাতে এলাকার উত্তেজনা অনেকটাই বৃদ্ধি পেতে শুরু করবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ব্যাপারে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাস। তিনি বলেন, “প্রশান্তের সঙ্গে টাকাপয়সা নিয়ে কয়েকজনের একটা সমস্যা হচ্ছিল। সেই সুযোগ নিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার ওপর হামলা চালিয়ে খুনের চেষ্টা করেছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি।” যদিও বা বিজেপির পক্ষ থেকে সেই ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে।

এদিন এই প্রসঙ্গে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তারক ঘোষ বলেন, “প্রশান্তের ওপর আক্রমণ আসলে দলীয় কোন্দলের জন্য ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। এখন নিজেদের দোষ ঢাকতে তৃণমূল মিথ্যা কথা বলছে।” অর্থ্যাৎ তৃণমূলের পক্ষ থেকে যখন এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগ তোলা হচ্ছে, তখন বিজেপি অবশ্য এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি করতে শুরু করেছে। সব মিলিয়ে তৃণমূল নেতার ওপর আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। তবে কি কারণে এই হামলা হল, এর পিছনে বিজেপির যোগ রয়েছে, নাকি তৃণমূলের অন্তর্কোন্দল, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!