এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > পুজোর আগে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে বিজেপি সাংসদ অর্জুন সিংহ! অল্পের জন্য বাঁচলেন প্রাণে!

পুজোর আগে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে বিজেপি সাংসদ অর্জুন সিংহ! অল্পের জন্য বাঁচলেন প্রাণে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিপদ যেন কিছুতেই কাটতে চাইছে না বিজেপি সাংসদ অর্জুন সিংএর। একেই তাঁর বিরুদ্ধে পুলিশ অসংখ্য কেস দিয়ে তাঁকে অস্বস্তিতে রেখেছে, এরমধ্যেই বিজেপি নেতা মনীশ শুক্লার হত্যাকান্ড নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন তিনি। আজ আবার দুর্ঘটনার কবলে পড়লো তাঁর কনভয়। কিছুদিন আগেই একটি বড় হামলা থেকে কোনরকমে রক্ষা পেয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

আজ উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে একটি দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাচ্ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। হিঙ্গলগঞ্জ যাবার পথেই বাসন্তী হাইওয়ের মিনাখা থানার বালির হাটে দুর্ঘটনার কবলে পড়ে অর্জুন সিং এর কনভয়। এই গাড়িতে থাকা তিনজন নিরাপত্তাকর্মী গুরুতর ভাবে আহত হলেন। যাদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, এই কনভয়ের পিছনের একটি চাকার টায়ার ফেটে যাওয়াতেই এমন দুর্ঘটনা ঘটেছে। পেছনের চাকা ফেটে গিয়ে গাড়িটি উলটে পড়ে পড়ে রাস্তার পাশের পুকুরে। গুরুতর জখম হন ৩ জন নিরাপত্তা কর্মী। দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় মিনাখা থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে বেশ কিছু নিরাপত্তাকর্মী ছিলেন। যাদের সকলেরই মাথায়, হাতে, পায়ে চোট লেগেছে। যাদেরকে ভোজেরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্জুন সিং এর কনভয়ের এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, ডাক্তার সুভাষ সরকার প্রমুখরা। স্থানীয় মানুষও দ্রুত পৌঁছান সেখানে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান তাঁরাই। হাসপাতালে পাঠানোর আগে স্থানীয় মানুষেরাই তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করেছিলেন। ক্রেনের সাহায্যে পুকুর থেকে গাড়িটিকে তোলা হয়েছিল।

বিজেপি সাংসদ অর্জুন সিং জানিয়েছেন যে, এই দুর্ঘটনায় তিনি কোন ভাবে আহত হননি, বা চোটও পাননি। আহত নিরাপত্তাকর্মীদের হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর তাঁর নিরাপত্তার জন্য অন্য নিরাপত্তা কর্মীরা এসেছিলেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে যখন উপরে থেকে তোলা হচ্ছিল, তখন সে কাজে তদারকি করেছিলেন সাংসদ অর্জুন সিং নিজেই। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। এই দুর্ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ ছড়িয়ে পরে। ঘটনা স্থলে উপস্থিত হন বহু স্থানীয় ও পথচলতি মানুষেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!