এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পুজোর আগে দুদিনের বঙ্গ সফরে শাহ, মহাষষ্ঠীর দিন মোদির ভার্চুয়াল সভা, চাপ বাড়াচ্ছে বিজেপি?

পুজোর আগে দুদিনের বঙ্গ সফরে শাহ, মহাষষ্ঠীর দিন মোদির ভার্চুয়াল সভা, চাপ বাড়াচ্ছে বিজেপি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। করোনা আবহের কারণে এবার সেই দুর্গাপুজো নমো নমো করেই অনুষ্ঠিত হবে। প্রতিমা, প্যান্ডেল দর্শন সমস্ত কিছুই থাকবে। কিন্তু বিগত বছরগুলোর মত সেভাবে জমায়েতে যে অনেকটাই ভাটা পড়বে, তা বলাই যায়। সামাজিক দূরত্ব পালন, মাস্ক পড়ে প্রতিমা দর্শন করতে হবে সকলকে। আর এই পরিস্থিতিতে পুজোর আগেই বাংলার মানুষের মনে পদ্ম ফোটাতে উদ্যোগী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। সূত্রের খবর, শারদ উৎসবের আগেই বাংলা সফরে আসতে পারেন অমিত শাহ। যেখানে উত্তরবঙ্গে সভা করার কথা রয়েছে তার।

অন্যদিকে মহাষষ্ঠীর দিন গোটা রাজ্যবাসীকে শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়াল সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বলা বাহুল্য, বিভিন্ন জায়গায় বিজেপি শারদ উৎসবের দিন ছুটি ঘোষণা করেনি বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। আর তার মাঝেই বাংলায় শারদোৎসবের আগে অমিত শাহের আগমন এবং শারোদোৎসব সূচনার দিন বাঙালিকে শুভেচ্ছা জ্ঞাপনের মধ্যে দিয়ে বিজেপি বাংলার আবেগকে আরও উসকে দিতে চাইছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে বলছেন, অমিত শাহ পুজোর আগে রাজ্যে এসে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দেবেন।

সূত্রের খবর, শুক্রবার বিজেপির হেস্টিংস অফিসে রাজ্য পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, মুকুল রায় সহ অন্যান্যরা। আর সেখানে আগামী দিনে কিভাবে পথ চলতে হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে খবর। বস্তুত, দুর্গাপুজোর পরেই বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে। 2021 সালে বাংলার বিধানসভা নির্বাচন। যে নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি নানা কৌশল প্রয়োগের চেষ্টা করছে। তাই পুজোর আগে অমিত শাহ এসে বাংলার বিজেপি নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে মহাষষ্ঠীর দিন মায়ের বোধনের সময় বাংলার মানুষকে শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করবেন বলে দাবি বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কবে আসবেন অমিত শাহ? এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বিধানসভা ভোটের আগে প্রস্তুতি এবং দলের কর্মীদের চাঙ্গা করতে আসবেন। একেবারে বুথ থেকে প্রদেশ পর্যন্ত কর্মীদের নিয়ে বৈঠক হবে। তবে অতীতের মত এবার রাজ্যে আসলেও অমিত শাহ কোনো পুজোর উদ্বোধন করবেন না।” এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ষষ্ঠীর দিন রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়াল সভা নিয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি‌। কথাবার্তা চলছে।”

বিশেষজ্ঞরা বলছেন, চারিদিক থেকে যে সমস্ত আভাস পাওয়া যাচ্ছে, তাতে একটা জিনিস পরিষ্কার যে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ নরেন্দ্র মোদী অমিত শাহ বাংলার দিকে বাড়তি ভাবে নজর দিতে শুরু করেছেন। আর তাই তাদের বাংলাকে নিয়ে আলোচনা বিশেষ চিন্তাভাবনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে অমিত শাহ এবং নরেন্দ্র মোদির বাংলাকেন্দ্রিক এই কর্মসূচি কবে হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!