এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুরোনোরাই দলের সম্পদ , ঐতিহ্য রক্ষায় কঠোর বার্তা অভিষেকের!

পুরোনোরাই দলের সম্পদ , ঐতিহ্য রক্ষায় কঠোর বার্তা অভিষেকের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই অন্য দল থেকে আসা নেতাকর্মীদের ভিড়ে পুরাতন নেতাকর্মীরা কার্যত পিছনের সারিতে পড়ে গিয়েছেন বলে অভিযোগ। যার ফলে মাঝেমধ্যেই পুরনো বনাম নতুনের গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাওয়া যায় তৃণমূলের মধ্যে। আর এই পরিস্থিতিতে শ্যামনগরে সভা থেকে পুরনো তৃণমূল কর্মীদের গায়ে আঁচড় পড়লে যে তিনি চুপ করে থাকবেন না, তা স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে নিজের বক্তব্যের মধ্য দিয়ে তিনি আরও একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, পুরনো তৃনমূল কর্মীরাই দলের প্রকৃত সম্পদ।

সূত্রের খবর, এদিন শ্যামনগরের সভায় উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কর্মীরাই দলের সব থেকে বড় সম্পদ। কর্মীদের আবেগ সবার আগে। পুরনো কর্মীদের গায়ে আঁচড় পড়লে আমি ছেড়ে কথা বলব না।”

একাংশের মতে, দলকে শুদ্ধিকরণের পথে নিয়ে যেতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই অভিযোগ, তৃণমূলের পুরাতন নেতাকর্মীরা গুরুত্ব পাচ্ছে না। তাই এই পরিস্থিতিতে পুরনোদের পক্ষ নিয়ে কার্যত কঠোর বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!