এখন পড়ছেন
হোম > জাতীয় > পুরসভা নির্বাচনে এগিয়ে নির্দল, চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরে

পুরসভা নির্বাচনে এগিয়ে নির্দল, চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন এই মুহূর্তে বাংলার দরজায় কড়া নাড়ছে। রাজ্যজুড়ে তাই প্রবল হইচই। রাজনৈতিক মহলেও চলছে নানান রকম জল্পনা, আলোচনা। রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ত। তবে বাংলার বিধানসভা নির্বাচনের পাশাপাশি নজর থাকবে হরিয়ানার ওপর। গত 27 ডিসেম্বর হরিয়ানায় হয়ে গেল পুরসভা নির্বাচন। সেই অনুযায়ী আজ সকাল থেকে হরিয়ানা পুরসভা নির্বাচনের ফলাফল সামনে আসা শুরু হয়েছে।

আর তাতেই দেখা যাচ্ছে গেরুয়া শিবির কিন্তু রীতিমতো পিছিয়ে রয়েছে। এখনো পর্যন্ত যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে তেরোটি ওয়ার্ডে নির্দল প্রার্থী জয়লাভ করেছে। কংগ্রেসে একটি আসনে জয়লাভ করেছে এবং গেরুয়া শিবির সেখানে কোনো রকম খাতাই খোলেনি। খুব সম্ভব দুপুরের পর সমস্ত বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে। অন্যদিকে গণনা কেন্দ্রে যাতে শান্তি বজায় থাকে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে হরিয়ানা প্রশাসনের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গণনা কেন্দ্রের বাইরেও কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে। মোট 890 জন প্রার্থী এবারের হরিয়ানা বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছিলেন। আম্বালা এলাকায় মেয়র পদের জন্য 10 জন, পঞ্চকুলা এলাকায় 11 জন এবং সোনিপথে মেয়র পদের জন্য 16 জন প্রার্থী ময়দানে নেমেছেন। এই তিনটি জায়গায় জোরদার লড়াই হওয়ার কথা বিজেপির জোটপ্রার্থীদের সঙ্গে কংগ্রেস প্রার্থীদের। কিন্তু দেখা যাচ্ছে মাঝখান থেকে নির্দল প্রার্থীরা বাজিমাত করতে শুরু করে দিয়েছেন দিনের শুরু থেকেই।

প্রসঙ্গত, দিল্লিতে বর্তমান কৃষক আন্দোলনের ক্ষেত্রে অন্যতম ভূমিকা গ্রহণ করেছে হরিয়ানা। দিল্লি, হরিয়ানা সীমান্তেই চলছে কৃষক আন্দোলন। সেক্ষেত্রে হরিয়ানা পুরসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রতি ক্ষোভ এবং কৃষক আন্দোলনের ব্যাপক প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। তবে দিনের শেষে কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুক্ষণ। তবে বিশেষজ্ঞদের মতে, দিনের শেষে ট্রেন্ড যদি এরকমই থাকে তাহলে পুরসভা ভোটের এই ফলাফল গেরুয়া শিবিরের কাছে অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!