রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন হেভিওয়েট বিরোধী নেতা জাতীয় রাজ্য July 25, 2018 সাম্প্রতিক সময়ে অন্যতম বিতর্কিত এবং বহুল চর্চিত বিষয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর , প্রধানমন্ত্রী কে ‘ আলিঙ্গন ইস্যু’। এই ঘটনাকে সমর্থন করলেও এদিন অন্য সুরে কথা বললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিন আরজেডি দলের নেতা তথা দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব বললেন, ” সব বিরোধী রাজনৈতিক দলগুলি বসে ঠিক করবে প্রধানমন্ত্রীর নাম। সেখানে রাহুল গান্ধী একমাত্র নেতা নন এই পদের দৌড়ে। এখানে বিরোধী রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার এবং বিএসপি নেত্রী মায়াবতী।” এরফলে বিজেপি বিরোধী সম্ভাব্য জোটের রাজনৈতিক দল গুলির মধ্যে প্রচ্ছন্ন মতভেদ প্রকাশিত হয়ে পড়লো। একইসাথে হাত শিবিরের অন্দরে দলের সভাপতি রাহুল গান্ধী কে প্রধানমন্ত্রী পদের একমাত্র দাবিদার বলে যে গুঞ্জন চলছিলো তাতেও কার্যত ছেদ পড়লো। রাজনৈতিক মহল বিষয়টি এই দৃষ্টিকোণ থেকেই ব্যখ্যা করছে। এদিন তেজস্বী প্রসাদ যাদব আরও জানালেন তাঁর দল আরজেডি বিরোধী দলগুলির থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী পদের জন্যে বিবেচিত নামকে সমর্থন করবে। সে তিনি যেই হোক না কেন তাঁর এতে কোনো আপত্তি নেই। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। তাঁর মতে বিজেপি বিরোধী জোটের মূল লক্ষ্য হলো এই জোট থেকে প্রধানমন্তী পদের জন্যে যে নাম বিবেচিত হবে সেই নামের মানুষ যাতে সংবিধানের প্রকৃত রক্ষক এবং পালনকর্তা হয় সেই বিষয়ে নজর রাখা। কংগ্রেস সভাপতি রাহ্যল গান্ধী এইরকমই একজন প্রতিশ্রুতিবান নেতা। কিন্তু সেক্ষেত্রে তাঁকে সবার প্রথম অবিজেপি দলগুলিকে ঐক্যবদ্ধ করে মহাজোট গড়ে তুলতে হবে। বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী হঠাৎ এমন মন্তব্যে স্বভাবতই রাজনৈতিক মহলে নতুন চর্চার বিষয় তৈরী হয়েছে। আপনার মতামত জানান -