এখন পড়ছেন
হোম > জাতীয় > রাহুলের জন্য রাজনীতিবিদদের মাথা হেঁট, দাবি মন্ত্রীর

রাহুলের জন্য রাজনীতিবিদদের মাথা হেঁট, দাবি মন্ত্রীর

লোকসভায় আস্থা ভোটে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করার খবর এখন সবার মুখে মুখে ফিরছে। ঘটনায় রাজনৈতক মহল কখনও কংগ্রেস সভাপতির পিঠ চাপড়াচ্ছেন তো পরক্ষণেই ধুয়ে দিচ্ছেন সমালোচনায়। এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা অরুন জেটলি। তবে প্রধানমন্ত্রীকে আলিঙ্গনের ঘটনায় নয় ফরাসী প্রেসিডেন্টকে নিয়ে রাহুলের করা মন্তব্যে ক্ষুব্ধ জেটলি।
প্রসঙ্গতঃ এদিন রাহুল গান্ধী অনাস্থা আলোচনায় রাফালে চুক্তি বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের তীব্র সমালোচনা করে বলেন,

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্টের এমন কোনও চুক্তি হয়নি যেখানে লেখা রয়েছে রাফালে নিয়ে ভারত সরকার কোনও তথ্য প্রকাশ করতে পারবে না। তাঁর এই মন্তব্যের পরেই লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন তাঁকে সংযত হওয়ার নির্দেশ দিয়ে জানান, ফ্রান্সের প্রেসিডেন্টের কথা সভাকক্ষে আলোচনা করার কোনও দরকার ছিল না ।
এবার সেই সুরেই সরব হয়েছেন বিজেপি-র প্রথম সারির নেতা অরুণ জেটলি। তিনি বলেন, ‘রাহুল গান্ধী মিথ্যাচার করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরনের সঙ্গে তাঁর কোনও কথাই হয়নি। এই বক্তব্যের মাধ্যমে কংগ্রেস সভাপতি নিজেই নিজের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছেন। শুধু তাই নয়, রাহুলের এহেন আচরনে বিশ্বের কাছে ভারতীয় রাজনীতিবিদদের অবস্থানের অবনতি ঘটল।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!