এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজভবন চলো আইওয়াশ! মদেই মজেছে তৃনমূল? বিস্ফোরক ভিডিও ফাঁস করলেন শুভেন্দু!

রাজভবন চলো আইওয়াশ! মদেই মজেছে তৃনমূল? বিস্ফোরক ভিডিও ফাঁস করলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করেন, রাজ্যটাকে মদ এবং ডিয়ার লটারি দিয়ে শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার হাতেনাতে তার প্রমাণ দিলেন সেই বিরোধী দলনেতা। ইতিমধ্যেই নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যদিও বা সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রিয়বন্ধু বাংলা। কিন্তু সেই ভিডিও নিয়ে টালমাটাল পরিস্থিতি শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এমনকি এই ভিডিওর মধ্যে দিয়ে তৃণমূলের নির্লজ্জ রূপ প্রকাশ্যে চলে আসছে বলেও দাবি বিরোধীদের। কিন্তু কি আছে সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যাচ্ছে, রাজভবন অভিযানের নামে তৃণমূলের এক কর্মী, যার গায়ে তৃণমূলের দলীয় পতাকা রয়েছে, তিনি মদের দোকানে গিয়ে মদ কিনছেন।

প্রসঙ্গত, বর্তমানে তৃণমূলের যুবরাজ একেবারে মঞ্চ করে রাজভবন চলো অভিযানের ডাক দিয়ে সেই মঞ্চতে ধর্না করছেন। তার দাবি, যতক্ষণ না রাজ্যপাল আসছেন, তাদের সঙ্গে দেখা করছেন, ততক্ষণ তিনি এই ধরনের মঞ্চেই থাকবেন। এমনকি পুজোর মধ্যেও তার এই ধর্না চলবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলার যুবরাজ। যদিও বা প্রথম থেকেই রাজভবনের অদূরে 144 ধারা জারি থাকা সত্ত্বেও কিভাবে শাসক দল সেখানে এই কর্মসূচি করতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। আর এর মাঝেই শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যার ওপরে তিনি ক্যাপশন দিয়ে লিখেছেন, রাজভবন অভিযান। আর তার নিচে দেখা যাচ্ছে, তৃণমূলের এক কর্মী। আর তিনি যে তৃণমূলের কর্মী, তার প্রমাণ হচ্ছে, তার গায়ে রয়েছে তৃণমূলের দলীয় পোশাক। আর সেই ব্যক্তি মদের দোকানে যাচ্ছেন। ফলে তা মার্ক করে শুভেন্দু অধিকারী এই ভিডিও পোস্ট করে বোঝাতে চেয়েছেন, এটাই তো তৃণমূলের রাজভবন অভিযান।

বিরোধীদের দাবি, যুবরাজ তো নামেই ধর্না করছেন। তিনি নিজেকে হিরো হিসেবে তুলে ধরতেই এই মিথ্যে নাটক করে মানুষের সিমপ্যাথি আদায়ের চেষ্টা করছেন। কিন্তু তার দলের কর্মীরা যেভাবে মদে মজে গিয়েছে, তা কি দেখতে পাচ্ছেন বাংলার যুবরাজ? রাজনৈতিক কর্মসূচিতে এসে একটি রাজনৈতিক দলের কর্মীদের যে রুচিবোধ প্রকাশ্যে আসছে, তাকে ধিক্কার জানানোর মতো ভাষা নেই। রাজ্যটাকে এভাবেই শেষ করে দিচ্ছে তৃণমূল বলেই দাবি বিরোধীদের।পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারীর এই ভিডিও দিয়ে এখন হয়তো তৃণমূল তা নিয়ে কাটাছেঁড়া করতে বসে পড়বে। তারা হয়তো এটা প্রমাণ করতে মরিয়া হয়ে উঠবে যে, না, যে কেউ তাদের গেঞ্জি পড়ে আসতেই পারে। কিন্তু তাই বলেই যে এই ব্যক্তি তাদের কর্মী, এর প্রমাণ কি দিতে পারবেন শুভেন্দু অধিকারী?

একাংশ বলছেন, হ্যাঁ, তৃণমূল একথা বলতেই পারে, তারা এই যুক্তি সামনে আনতেই পারে। কিন্তু রাজভবনের সামনে যখন তৃণমূলের কর্মসূচি চলছে, আর সেখানে কোনো এক ব্যক্তি তৃণমূলের গেঞ্জি পড়ে এসেছেন, তখন বুঝতে হবে যে, তিনি তৃণমূলের কর্মসূচিতেই এসেছেন। তাই শুভেন্দু অধিকারী এই ভিডিও ফাঁস করে তৃণমূলের যে নির্লজ্জ প্রয়াস এবং তাদের কর্মীরা যেভাবে ফুর্তিতে মজে থাকে, তা বুঝিয়ে দিলেন। পাশাপাশি আর একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে, মানুষ নাকি বঞ্চিত! মানুষ নাকি কাঁদছে! এটাই বলছেন তৃণমূলের নেতারা। কিন্তু তাদের কর্মীরা যেভাবে মানুষের কান্নার চোখের জলে, মানুষের টাকা চুরি করে এইভাবে ফুর্তি করছেন, সেইটা কোথায় লুকিয়ে রাখবেন শাসক দলের নেতারা? শুভেন্দু অধিকারীর বিস্ফোরক তথ্য ফাঁসের পর কটাক্ষ করে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!