এখন পড়ছেন
হোম > জাতীয় > খুব শীঘ্রই কি দিল্লি দখল নিতে চলেছে বাংলার, রাজ্যপালকে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন , জল্পনা তুঙ্গে

খুব শীঘ্রই কি দিল্লি দখল নিতে চলেছে বাংলার, রাজ্যপালকে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন , জল্পনা তুঙ্গে


রাজ্যে রবিবার বিকেল থেকে সিবিআই বনাম কলকাতা পুলিসের যে লড়াই শুরু হয়েছে তা এখনো অব্যাহত। কলকাতা পুলিশকে আগলে রাখছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। নেমেছেন ধারণায়।

এদিকে সিবিআই এর গ্রেফতারির ঘটনায় শুধু রাজ্যে নয়, পারদ চর্চা কেন্দ্রেও। আর তাই ঘটনায় এবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিকে ফোন করে পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এমনটাই জানা যাচ্ছে।

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় ডিএসপি তথাগত বর্ধনের নেতৃত্বে সিবিআই অফিসারদের ৪০ জনের দল চিটফান্ড কেলেঙ্কারিতে কলকাতা পুলিস কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁর বাসভবনে যান। সেখানে গিয়ে তাঁরা বাধাপ্রাপ্ত হন কলকাতা পুলিশের দ্বারা। কলকাতা পুলিশের সঙ্গে এই নিয়ে সিবিআই- এর প্রথমে বাকবিতন্ডা শুরু হয় এই নিয়ে। এরপর রাস্তার উপরই দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায় এবং কলকাতা পুলিস কর্তাদের সঙ্গে কার্যত হাতাহাতি বেঁধে যায় সিবিআই আধিকারিকদের। আর এরপরেই সিবিআই আধিকারিকদের আটক করে টেনে হিঁচড়ে শেক্সপীয়ার থানায় নিয়ে যাওয়া হয়। এবং সেখানেই সঙ্গে সঙ্গে ছাড়া হয়নি তাঁদের। থানা থেকে অনেক রাতে ছাড়া হয় সিবিআই অফিসারদের। পাশাপাশি, সিজিও কমপ্লেক্স, নিজাম প্যালেস ঘেরাও করে কলকাতা পুলিস। জয়েন্ট ডিরেক্ট পঙ্কজ শ্রীবাস্তবকেও ঘরবন্দি করে ফেলা হয়। আর এই সবের পরিপ্রেক্ষিতেই উদ্বিগ্ন প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে এই ঘটনাকে ‘অভূতপূর্ব ও অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন রাজনাথ সিং। পুরো ঘটনায় তিনি অত্যান্ত ক্ষুব্ধ হয়েছেন বলেই জানান। সাথেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন বলেও জানা গেছে। কিভাবে সিবিআইয়ের কাজে বাধা দিতে পারে রাজ্য সরকার তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মমতা ঘনিষ্ঠ মোদী সরকারের এই মন্ত্রী। তিনি এদিন রাজ্যপালকে জানান যে স্বরাষ্ট্রমন্ত্রক কলকাতার সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছে।

যদিও এই নিয়ে ইতিমধ্যেই কলকাতা সিবিআই অফিসারদের নিরাপত্তা ব্যাহত হচ্ছে, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে কলকাতা পুলিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে গতকালের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।

এদিকে রাজ্যপালও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন যে মুখ্য সচিব ও ডিজিপি-র সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি সামগ্রিক পরিস্থিতির উপর নজরে রাখছেন। আর এই নিয়েই রাজনৈতিকমহলে জোর জল্পনা যে তবে কি এবার রাষ্ট্রপতি শাসন জারির পথে হাটতে চলেছে কেন্দ্র। আর তাই স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ফোন করে সার্বিক পরিস্থিতি জানতে চাইছেন। এখন ভবিষ্যৎই বলবে যে কি হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!