এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চিঠি, পাল্টা চিঠি! মমতার চিঠির উত্তর দিলেন রাজ্যপাল! কি বললেন তিনি! জেনে নিন!

চিঠি, পাল্টা চিঠি! মমতার চিঠির উত্তর দিলেন রাজ্যপাল! কি বললেন তিনি! জেনে নিন!

হায়রে অদৃষ্ট! করোনা ভাইরাসের সময়ে এখন যেন সব থেকে বেশি আশঙ্কা সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিকে। শাসক-বিরোধী তরজা হলে তাও না হয় মেনে নেওয়া যেত। কিন্তু এ তরজা এখন দাঁড়িয়ে গেছে প্রশাসনিক প্রধান বনাম সাংবিধানিক প্রধানের মধ্যে। সঠিক মাত্রায় টেস্ট না হওয়া থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা রেশনে অব্যবস্থা সহ বিরোধীরা যে যে বিষয়ে অভিযোগ করেছে, ঠিক একই বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এতদিন সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকার।

আর রাজ্যপালের বক্তব্যের পাল্টা বক্তব্য সরকারের পক্ষ থেকে নানা মন্ত্রী দিলেও, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলেননি। তবে বৃহস্পতিবার এই ব্যাপারে রাজ্যপালকে কড়া চিঠি লেখেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান‌। যেখানে রাজ্যপাল কিভাবে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে এই ধরনের কথা বলতে পারেন, তার শব্দচয়ন কিভাবে এরকম হতে পারে, তা নিয়ে চিঠিতে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার পরেই পাল্টা রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলেন, তার দিকে নজর ছিল গোটা রাজনৈতিক মহলের। অবশেষে এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান।

বস্তুত, এদিন রাজ্যপালকে 5 পাতার চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, “আপনার কথা বলার ভঙ্গি, শব্দচয়ণ সাংবিধানিক নয়। আপনি আমাকে সরাসরি আক্রমণ করেছেন। আপনি আমার অফিসকে অপমান করেছেন। আপনার মন্তব্য আমার মন্ত্রীদের অপমান করেছে। আমার ও আমার মন্ত্রিসভার পরামর্শ উপেক্ষা করতেই পারেন, কিন্তু আম্বেদকরের কথা অগ্রাহ্য করা আপনার ঠিক নয়। আপনি মনে হয় ভুলে গিয়েছেন, আমি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। আর আপনি মনোনীত রাজ্যপাল।”

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কড়া চিঠি দেওয়ার পরেই সকলে বলেছিলেন, রাজ্যপাল চুপ করে থাকার মানুষ নন। ফলে তিনি যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আরও কড়া চিঠি লিখবেনড় তার আশঙ্কা করেছিলেন অনেকেই। অবশেষে সেই কাজটিই করে দেখালেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন মমতা বন্দোপাধ্যায়ের চিঠির জবাবে রাজ্যপাল লেখেন, “এই প্রথম আপনার মতামত জানতে পেরে আমি উপকৃত। সাংবিধানিকভাবে আপনি পুরোপুরি ব্যর্থ, এটা স্পষ্ট ভাবে জানাচ্ছি। সংবিধানের আওতায় থেকে আমি যা করার করছি।” অথাৎ রাজ্যপালের এই মন্তব্য থেকে পরিষ্কার যে, তিনি মুখ্যমন্ত্রীর কোনো কড়া চিঠির কাছে মাথানত করতে রাজি নন। তিনি যেমন মন্তব্য করছেন, ঠিক তেমনভাবেই তার মতামত জানাতে থাকবেন। কিন্তু এটাই কি রাজ্যপালের মুখ্যমন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে চূড়ান্ত মতামত ছিল? না, তেমনটা ভাবলে ভুল হবে। রাজ্যপাল এক্ষেত্রে কিছুটা সময় নিয়েছেন।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর লেখা চিঠির প্রাথমিক জবাব দিয়ে টুইটারে লেখেন, “প্রাথমিক জবাব দিয়েছি। আগামীকাল সকাল 11 টায় চূড়ান্তভাবে জানাব।” আর শুক্রবার রাজ্যপাল সকাল এগারটায় কি সিদ্ধান্ত নেন, কিভাবে মুখ্যমন্ত্রী প্রতি আক্রমণ করেন এবং এর প্রভাব করোনা মহামারীর সময় বঙ্গ রাজনীতিতে কতটা পরে, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!