এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্য বিজেপির ক্ষেত্রে বড় ঘোষণা, কি জানালো কেন্দ্রীয় নেতৃত্ব! জেনে নিন!

রাজ্য বিজেপির ক্ষেত্রে বড় ঘোষণা, কি জানালো কেন্দ্রীয় নেতৃত্ব! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনে বিজেপি বহু আশা করেও ক্ষমতায় আসতে পারেনি। সেই সময় রাজ্য বিজেপির পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব সামাল দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু তার ভূমিকা নিয়ে নির্বাচনের পরে বেশ কিছু ক্ষেত্রে প্রশ্ন উঠেছে। আর তারপর থেকে কৈলাস বিজয়বর্গীয়কে সেভাবে বাংলায় কাজ করতে দেখা যায়নি। কিন্তু এবার তাকে সরিয়ে বাংলার পর্যবেক্ষক করা হলো উত্তরপ্রদেশে বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা সুনীল বনশলকে। যার ফলে রীতিমতো আশাবাদী বাংলার গিরুয়া শিবির।

সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে একটি ঘোষণা করা হয়। যেখানে বাংলার পর্যবেক্ষক হিসেবে সুনীল বনশলের নাম ঘোষণা করে বিজেপি শীর্ষ নেতৃত্ব। মূলত, এই সুনীল বনশলের হাত ধরেই গেরুয়া শিবির উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছিল। তাই তার মত দক্ষ সংগঠককে বাংলার কাজে লাগাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!