এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের মুকুটে নয়া পালক, শিল্পক্ষেত্রে পুরস্কৃত বাংলা!

রাজ্যের মুকুটে নয়া পালক, শিল্পক্ষেত্রে পুরস্কৃত বাংলা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  পশ্চিমবঙ্গে শিল্প নেই, এই অভিযোগ বিরোধীদের দীর্ঘদিনের। 2011 সালের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তাদের গায়ে “শিল্প বিরোধী” তকমা সেটে দিয়েছিল বিরোধীরা। বর্তমানে তৃতীয়বার তৃনমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় বসার পর “শিল্প বিরোধী সরকার” বলে সোচ্চার হতে শুরু করেছে বর্তমান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। এমনকি সেভাবে তেমন কোনো বড় মাপের শিল্প রাজ্যে আসতেও দেখা যাচ্ছে না। যার ফলে বিরোধীদের অভিযোগকে খন্ডন করার মত সাহস নেই তৃণমূল সরকারের বলে দাবি করছেন একাংশ। তবে এর মাঝেই এবার রাজ্য সরকারকে বড়সড় স্বস্তি দিয়ে শিল্পসাথী প্রকল্পের জন্য পুরস্কৃত হল বাংলা। যেখানে জাতীয় স্তরে বাংলাকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে খবর। স্বাভাবিকভাবেই গোটা বিষয়কে কেন্দ্র করে উজ্জীবিত শাসক শিবির।

সূত্রের খবর, শিল্পসাথী প্রকল্পের জন্য স্কচ প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ। পাশাপাশি গ্রামাঞ্চলে ট্রেড লাইসেন্স প্রক্রিয়াকে সরলীকরণ করতেও রাজ্যকে একটি পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও ই-নথিকরণ বিভাগে পরিসেবার ক্ষেত্রেও সিলভার স্কচ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই জাতীয় স্তরে রাজ্য একাধিক পুরস্কারে রীতিমতো খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “শিল্পসাথী বা ব্যবসা শুরুর প্রক্রিয়াকে সরলীকরণ করার কাজ চালিয়ে যাবে বাংলা। গোটা দেশের মধ্যে এই রাজ্যে সব থেকে বেশি ব্যবসা করা যায়। যাদের অক্লান্ত প্রচেষ্টায় এই সম্মান এল, তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।”

একাংশ বলছেন, জাতীয় স্তরে এভাবে রাজ্য স্বীকৃতি পাওয়ায় সমালোচকদের মুখে ঝামা ঘষে দিতে অনেকটাই সক্ষম হবে রাজ্য প্রশাসন। এক্ষেত্রে বারবার রাজ্য সরকারের শিল্প গঠন করার ক্ষেত্রে সদিচ্ছা নেই বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু সেই অভিযোগ এবার খন্ডন করতে এই সমস্ত পুরস্কারকে সামনে এনে যে বিরোধীদের পাল্টা জবাব দেবে রাজ্য সরকার, তা বলাই যায়। সব মিলিয়ে শিল্পক্ষেত্রে অভাব-অভিযোগের মাঝেই জাতীয় স্তরে বড়সড় সম্মানে ভূষিত হল পশ্চিমবঙ্গ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!