এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যপালের বিরুদ্ধে মেয়েদের নিয়ে শুধুই মিথ্যা অভিযোগ! আর কবে শিক্ষা নেবেন মমতা?

রাজ্যপালের বিরুদ্ধে মেয়েদের নিয়ে শুধুই মিথ্যা অভিযোগ! আর কবে শিক্ষা নেবেন মমতা?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যপাল যখন সঠিক জায়গায় টাইট দিতে শুরু করেছেন, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা নতুন নাটক করছেন। তিনি আবার দাবি করছেন, রাজ্যপালের কাছে নাকি মেয়েরা যেতে ভয় পাচ্ছে। তাই তাদের জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেই রাজভবনে গিয়ে শপথ নিতে আপত্তি জানিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যাচার এবং এই নাটকের পর্দা ফাঁস করে দিয়ে তাকে চরম চাপের মুখে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদি এতই রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ থাকে মুখ্যমন্ত্রীর, তাহলে তিনি কেন সেই সাংবিধানিক প্রধানকে প্রত্যাহার করার জন্য দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন না?

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর রাজ্যপালের বিরুদ্ধে যে মন্তব্য, তা নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর যদি এতই আপত্তি থাকে, তাহলে কেন তিনি রাজ্যপালের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখছেন না? কেন তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলছেন না যে, এই রাজ্যপালের কাছে মেয়েরা যেতে ভয় পাচ্ছে‌। তাই আপনি একে প্রত্যাহার করে নিন। কেন এটা মুখ্যমন্ত্রী বলছেন না?”

একাংশ বলছেন, একদম সঠিক জায়গায় ধরেছেন শুভেন্দু অধিকারী। যদি রাজ্যপালের বিরুদ্ধে এতই অভিযোগ থাকে মুখ্যমন্ত্রীর, তাহলে তো খাতায়-কলমে সেই অভিযোগ তিনি রাষ্ট্রপতিকে করতেই পারেন। বলতেই পারেন প্রধানমন্ত্রীকে। কিন্তু তা না বলে শুধুমাত্র বাজার গরম করার জন্য রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের কথা বললেই তো মুখ্যমন্ত্রীর সব কথাকে মেনে নেবে না পশ্চিমবঙ্গের মানুষ। যদি তার এই কথার বিন্দুমাত্র বাস্তবতা থাকে, তাহলে তিনি নিজের ক্ষমতা দেখিয়ে অবিলম্বে রাজ্যপালের বিরুদ্ধে তার যে যে অভিযোগ আছে, তা রাষ্ট্রপতির কাছে করে দেখান। কিন্তু সেই মুরোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে না। কারণ তিনি প্রতি মুহূর্তে মিথ্যাচার করেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!