এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্য পুলিশের তরফ থেকে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা, মামলা নিয়ে কি বললেন অভিযুক্ত বিধায়ক?

রাজ্য পুলিশের তরফ থেকে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা, মামলা নিয়ে কি বললেন অভিযুক্ত বিধায়ক?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সম্প্রতি তৃণমূলের একজন হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ মামলা করেছে। আর এই নিয়ে তীব্র রাজনৈতিক ঝড় দেখা গিয়েছে। ভরতপুর বিধানসভার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে কিছুদিন আগেই ভরতপুর থানার পুলিশকে হুমকি দিচ্ছেন, এরকম একটি ভিডিও প্রকাশ্যে আসে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রিয় বন্ধু মিডিয়া। কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ভরতপুর থানার ওসি মামলা করেন। যদিও পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর মোটেই বিচলিত নন। তাঁর কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান, পুলিশের কাজ পুলিশ করেছে। এসব ব্যাপার নিয়ে বিশেষ চিন্তিত নন তিনি।

পাশাপাশি তিনি আরও জানান, তাঁর সামনে অনেক কাজ। দলের প্রতিষ্ঠা দিবস থার্ড জানুয়ারি এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 67 তম জন্মদিনের অনুষ্ঠান পালন করতে তিনি বিশেষ মনোযোগী। পুলিশ সূত্রে খবর, গত 24 ডিসেম্বর দলীয় কর্মীদের নিয়ে একটি কর্মীসভার আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আর সেখানেই যখন পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা নিয়ে কথাবার্তা হয়, তখন তিনি পুলিশকে লক্ষ্য করে একাধিক আপত্তিজনক মন্তব্য করেন এবং হুমকি দেন। এই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং ভরতপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায়ের তরফ থেকে দশটি ধারায় মামলা রুজু করা হয়, যার মধ্যে তিনটি জামিনঅযোগ্য ধারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও এ ব্যাপারে মন্তব্য করতে নারাজ তৃণমূল বিধায়ক। অন্যদিকে ভরতপুর এলাকার শাসক দলের একাংশের দাবি, এলাকার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর যেভাবে পুলিশ এবং দলের একাংশ নেতাদের বিরুদ্ধে দিনের-পর-দিন বিরুদ্ধ কথাবার্তা বলছেন তা মোটেই প্রদেশ নেতৃত্ব ভালো চোখে দেখছেন না। আর এই সূত্রে বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে করা মামলা যথেষ্ট সাড়া ফেলেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। তবে হুমায়ুন কবীর মামলার ব্যাপার নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। এমনকি এ ব্যাপারে কোনো আগ্রহও দেখাননি।

অন্যদিকে বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে পুলিশের মামলা করার ব্যাপারে দক্ষিণ মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায় জানিয়েছেন, তিনি এখনো পর্যন্ত কিছু জানেন না। আপাতত তিনি খোঁজখবর নেবেন বলে আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, তৃণমূলের একাংশ যদি এভাবে পুলিশ প্রশাসনকে ক্রমাগত চ্যালেঞ্জ করে তাঁদেরকে অপমানজনক কথা বলে, তাহলে কিন্তু রাজ্যের শাসকদলের প্রতি মানুষের আস্থা কমবে। বিরূপ প্রতিক্রিয়া পড়বে। তাই পরিস্থিতি সামাল দিতে কি ব্যবস্থা গ্রহণ করা হয় দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!