এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে কপালে ভাঁজ কেন্দ্রের

রাজ্যের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে কপালে ভাঁজ কেন্দ্রের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে ক্রমাগত ঘটে চলেছে হিংসাত্মক ঘটনা। একের পর এক মারধর, ভাঙচুর, বোমাবাজি, হত্যাকাণ্ডের চিত্র সামনে আসতে শুরু করেছে। বারবার অভিযোগ পাওয়ার পর গতকাল কেন্দ্রের প্রতিনিধিদল এসেছে রাজ্যে। আজ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কেন্দ্রের প্রতিনিধিদলের বৈঠক চললো।

রাজ্যের নানা স্থান থেকে বারবার হিংসাত্মক ঘটনার খবর সামনে আসতে শুরু করেছে। গতকাল রাতে দুর্গাপুরে এক বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর চালানো হয়। ঘটনায় বিজেপি তৃণমূলকে অভিযুক্ত করেছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার বারাসাতের কানাপুকুরে জনৈক এবিভিপি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা চলে। অভিযোগ করা হয়েছে, এবিভিপি নেতার বাড়ি ভাঙচুর যেমন করা হয়েছে তেমনি তাঁকে প্রচণ্ড মারধর করা হয়েছে। এই ঘটনায় বিজেপি সম্পূর্ণভাবে তৃণমূলকে অভিযুক্ত করেছে। তবে, তৃণমূলের দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর অনেকে অতি উৎসাহী হয়ে এসব করছেন। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

আবার, দেগঙ্গায় গতকাল রাতে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যর বাড়িতে আক্রমণ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আইএসএফ কর্মী,সমর্থকদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত সদস্যদের বাড়ি ভাঙচুর, বাড়ির লোকজনদের ব্যাপক মারধর করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। এভাবেই রাজ্যের নানা স্থানে ঘটছে হিংসাত্মক ঘটনা। রাজ্যের অবস্থা পরিদর্শনে রাজ্যে পাঠানো হয়েছে কেন্দ্রের বিশেষ প্রতিনিধিদলকে। দিল্লি ফিরে গিয়ে রাজ্যের অবস্থা সম্পর্কে কেন্দ্রকে রিপোর্ট দেবে এই প্রতিনিধি দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব গোবিন্দ মোহন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!