এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের স্কুলগুলি কি এবার খুলছে? শিক্ষা দফতরের নয়া পদক্ষেপে জল্পনা!

রাজ্যের স্কুলগুলি কি এবার খুলছে? শিক্ষা দফতরের নয়া পদক্ষেপে জল্পনা!


করোনা পরিস্থিতি দেশে আসতেই প্রাথমিক অবস্থাতেই দেশসহ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-মাদ্রাসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। অনেক স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এরপর সামাজিক দূরত্ব মেনে অনলাইনে ক্লাস শুরু করে দেয়। ওদিকে করোনা সংকটকালে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আর তিনটি পরীক্ষা বাকি থাকতেই বন্ধ হয়ে যায়। এই অবস্থায় আগামী দিনের স্কুল খোলার ব্যাপারটি নিয়ে এবার মাথা ঘামানো শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।

ইতিমধ্যে এ প্রসঙ্গে একটি রোডম্যাপ তৈরির কাজ শুরু হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। তবে জানানো হয়েছে স্কুলের ব্যাপারে অভিভাবকদের মতামত গুরুত্ব পাবে সর্বাগ্রে। আগামী দিনেও স্কুল খুললে কতজন স্কুলে আসতে পারবে বা কিভাবে স্কুল চালানো হবে সামাজিক দূরত্ব মেনে সেই বিষয়গুলি নিয়েই রোডম্যাপ তৈরি চলছে বলে জানা গেছে। যদিও এখনও দেশজুড়ে লকডাউন বর্তমান। তবে লকডাউন এর পরবর্তী সময় কিভাবে স্কুল খোলা হবে, তা নিয়ে ইতিমধ্যে পর্যালোচনা শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামী দিনে কিভাবে স্কুল চালু হবে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে, পড়ুয়াদের কতজন একসাথে ক্লাস করতে পারবে, সে ব্যাপারেই আলোচনার জন্য বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি নবম দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্যও আলোচনা চলছে বলে জানা গেছে। তবে আগামী দিনে স্কুল খুললে সামাজিক দূরত্ব মেনে চলতে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন কিংবা স্কুলের মতন একটি প্রতিষ্ঠানে আদৌ সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব কিনা তা নিয়ে এই মুহূর্তে বিস্তারিত আলোচনায় মগ্ন শিক্ষা দপ্তরের আধিকারিকরা। অন্যদিকে 30% স্টুডেন্ট নিয়ে স্কুল চালু করার পরিকল্পনা চলছে বলে জানা গেছে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, লকডাউন উঠে গেলেও করোনা কিন্তু দেশ ছেড়ে যাবে না। তাই সর্বাগ্রে করোনা রুখতে সাবধানতা ও সতর্কতা বজায় রাখতেই হবে। না হলে উৎপন্ন হবে সমূহ বিপদ। সে জায়গায় স্কুল চালু হলে হয়তো সাবধানতা কিংবা সর্তকতা কোন একটি স্তর পর্যন্ত রাখা যেতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ বিশেষজ্ঞদের মতে, স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে সেভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়তো সম্ভব হবে না। তবে পরিস্থিতি এখন কি হতে চলেছে, সেদিকেই লক্ষ্য এখন সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!