এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের উদ্বেগ বহুগুণে বাড়িয়ে দিয়ে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিশেষ পদক্ষেপ শুভেন্দু অধিকারীর

রাজ্যের উদ্বেগ বহুগুণে বাড়িয়ে দিয়ে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিশেষ পদক্ষেপ শুভেন্দু অধিকারীর

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যের অস্বস্তি তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে ভুয়ো ভ্যাকসিন কান্ড। অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, পুলিশকর্তাদের ছবি তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্য সরকারকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন যে, এই ঘটনা আসলে সাজানো। এর সঙ্গে জড়িত রয়েছে শাসক দল। এই পরিস্থিতিতে রাজ্যের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়ে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে অভিযোগ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কাছে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এর তদন্তর আর্জি জানালেন তিনি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি লিখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, এর তদন্ত যেন কোন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে করানো হয়। তিনি অভিযোগ করেছেন, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী-সাংসদের ঘনিষ্ঠতা রয়েছে। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার, লাভলী মৈত্র, তৃণমূল সাংসদ শান্তনু সেন, কাউন্সিলর বৈশ্বনর চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবাঞ্জন দেবের ঘনিষ্ঠতার অভিযোগ করেছেন তিনি এই চিঠিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়ে রাজ্যের উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, ভোটার স্লিপের মত কুপন দেয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলি প্রতিদিন টিকাকরণের রেকর্ড করছে, সেখানে পশ্চিমবঙ্গতে রাজ্য সরকারের অনীহার কারণে টিকাকরণ কর্মসূচি অনেক পিছিয়ে পড়েছে। তিনি চিঠিতে লিখেছেন, অভিযুক্ত দাবি করেছেন কভিশিল্ডের টিকা দেয়া হয়েছে। তা আদৌ কি সত্যি?

তা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সরকারের মজুত থেকে সেগুলো সরানো হয়েছে। আর তা যদি না হয়, তাহলেও দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত করে দেখা প্রয়োজন যে, সেগুলো আসলে কি ছিল? সেগুলি কি কোন বিষাক্ত ঔষধ ছিল? না হামের টিকা ছিল? নাকি জল ছিল? তা জানা প্রয়োজন। এই ভ্যাকসিন নেওয়ার কারণে কোনো মানুষের যদি মৃত্যু হয়, অথবা কোভিড আক্রান্ত হয়ে কারর মৃত্যু হয়, তাহলে কেন্দ্র সরকারের এই বিশাল কর্মসূচির প্রতি মানুষের বিশ্বাস উঠে যাবে। জনস্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তর দাবি জানিয়েছেন তিনি।

গতকাল স্বাস্থ্য ভবনে গিয়েও এই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি করেছেন। বিজেপি নেতা সায়ন্তন বসু জানিয়েছেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক। এবার এই দাবিতে বিধানসভাতেও সরব হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে ১০ জন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কলকাতা পুলিশ। যার নেতৃত্বে রয়েছেন ডিসিডিডি সৈকত ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!