এখন পড়ছেন
হোম > জাতীয় > সৌভ্রাতৃত্বের উৎসব রাখি বন্ধনেও এবার মোদী বনাম দিদি লড়াই! করোনা আবহে এগিয়ে কে? বাড়ছে জল্পনা

সৌভ্রাতৃত্বের উৎসব রাখি বন্ধনেও এবার মোদী বনাম দিদি লড়াই! করোনা আবহে এগিয়ে কে? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সকলকে একত্রিত করতে একসময় রাখি বন্ধন চালু করা হয়েছিল। তারপর থেকে মহাসমারোহে পালিত হয়ে আসছে এই উৎসব। তবে কালের নিয়মে যখন যে রাজনৈতিক দলের দাপট দেখা যায়, তখন সেই রাজনৈতিক দলের প্রধান নেতা বা নেত্রীদের মুখকে হাতিয়ার করে বাজারে বিশেষ রাখি আনেন দোকানিরা। এবারেও তার কোনোরূপ ব্যতিক্রম নেই। 2021 এর বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা কে দখল করবে, তা নিয়ে যখন গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, ঠিক তখনই রাখির বাজারে নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সামনে চলে এল

রবিবার রাত পেরোলেই সোমবার সকাল থেকে শুরু হবে রাখি বন্ধন উৎসব। এবার করোনা ভাইরাসের কারণে এই উৎসব কতটা জাঁকজমক ভাবে পূরন করা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে। তবে তা সত্ত্বেও রাজনৈতিক লড়াইকে প্রত্যক্ষ করে একদিকে নরেন্দ্র মোদি এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ রাখি বোলপুরের বিভিন্ন বাজারে দেখতে পাওয়া যাচ্ছে। রাজনৈতিক লড়াইয়ে কে জিতবে, তা 2021 এর ভোট বাক্স খোলার পর বোঝা যাবে। কিন্তু রাখির বাজারে কার দর সবথেকে বেশি? দিদি রাখি নাকি মোদি রাখি

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রসঙ্গে বোলপুরের এক ব্যবসায়ী সরযূ সাউ বলেন, “এই বছর বাজারে মোদী-মমতা রাখির চাহিদা রয়েছে। এই সমস্ত রাখি সাধারণ মানুষের থেকে রাজনৈতিক দলের কর্মীরা বেশি করে কিনছেন।” তবে কোন রাখি বেশি বিক্রি হচ্ছে, তা নিয়ে অবশ্য নিজেদের দলের পক্ষেই বক্তব্য রেখেছে তৃণমূল এবং বিজেপি। এদিন এই প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ সিনহা বলেন, “বরাবরই তৃণমূলের প্রতীকের ছবি দেওয়া রাখি বেশি জনপ্রিয়‌। এবছর অল্প সংখ্যক লোককে নিয়ে আমরা বিভিন্ন ব্লকে রাখি বন্ধন করব। সেখানে রাখির পরিবর্তে সকলকে মাস্ক বিতরণ করা হবে।”

এদিকে এই ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “আমরা অনেক আগে থেকেই মাস্ক বিলি করছি। এখন লোক দেখানোর নাম করে তৃণমূলের রাখি বন্ধনের দিন মাস্ক বিতরণ করার কোনো মানে হয় না।” তবে রাজনৈতিক দলগুলো নিজেদের পক্ষে বক্তব্য রাখার চেষ্টা করলেও, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে রাখির বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদির এই প্রতিযোগিতা যে সকলের নজর কাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। তবে সেই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কে জয়লাভ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!