এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > একুশের আগে নতুন মিশন তৃণমূলে, নিষ্ক্রিয় হয়ে যাওয়া নেতা-কর্মীদের যে করে হোক ফিরিয়ে আনতেই হবে

একুশের আগে নতুন মিশন তৃণমূলে, নিষ্ক্রিয় হয়ে যাওয়া নেতা-কর্মীদের যে করে হোক ফিরিয়ে আনতেই হবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের পুরনো কর্মীরা দলে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছিল। নতুন বনাম পুরনোদের দ্বন্দ্বে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল তৃণমূল রাজ্য নেতৃত্বকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে একাধিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে, “পুরনো নেতাকর্মীদের ফিরিয়ে আনুন। যদি আপনারা ফিরিয়ে না আনেন, তাহলে আমি নিজে গিয়ে ফিরিয়ে আনব।” তবে তার পরেও অবস্থার পরিবর্তন হয়নি। কিন্তু এতদিন সেভাবে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে কোনো বিরোধীদল না থাকলেও 2021 এর লড়াইটা যে খুব একটা সহজ নয়, তা বুঝতে পেরেছে শাসক দল। আর তাই সম্প্রতি সাংগঠনিক পরিবর্তনের মধ্যে দিয়ে বিভিন্ন জেলায় দলকে চাঙ্গা করার চেষ্টা করেছে তৃণমূল নেতৃত্ব।

কিন্তু শুধু চাঙ্গা করলেই তো হবে না। এক্ষেত্রে পুরনো দিনের নেতাকর্মীদের সামনের সারিতে নিয়ে আসতে হবে এবং তাদের ওপর ভিত্তি করেই যে আগামী দিনে লড়াই করতে হবে, তা উপলব্ধি করেছে ঘাসফুল শিবির। আর তাই এবার পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন ব্লগে নিস্ক্রিয় নেতাকর্মীদের কাছে সক্রিয় করার জন্য নির্দেশ দিল জেলা তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

সূত্রের খবর, সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি শিশির অধিকারী ব্লক সভাপতিদের কাছে একটি নির্দেশ দিয়েছেন‌। যেখানে তিনি জানিয়ে দিয়েছেন যে, দলের যে সমস্ত নেতাকর্মী অন্য দলে চলে গিয়েছেন বা নিষ্ক্রিয় হয়ে রয়েছেন, এবার তাদের ফিরিয়ে আনতে হবে। স্বাভাবিকভাবেই শিশিরবাবুর মতো প্রবীণ নেতা যখন জেলায় সংগঠনকে চাঙ্গা করার জন্য পুরনো নেতৃত্বদের সক্রিয় করার আহ্বান জানাচ্ছেন, তখন বুঝতে বাকি নেই যে, তৃণমূল এখন দলের পুরোনো সঙ্গীদের কাছে পেতে চাইছে।

একাংশের মতে, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরম পর্যায়ে রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে যদি শাসকদল এই সমস্যার সমাধান করতে না পারে, তাহলে তাদের অসুবিধের মুখে পড়তে হবে। আর তাই এখন থেকেই একদিকে দলের দ্বন্দ্ব বন্ধ করা, আর অন্যদিকে পুরনো এবং বসে পড়া নেতাদের সক্রিয় করার আহ্বান জানালেন শিশির অধিকারী।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি শিশির অধিকারী বলেন, “দলের যে সমস্ত নেতাকর্মী অন্য দলে চলে গিয়েছিলেন বা বিভিন্ন কারণে নিষ্ক্রিয় হয়ে রয়েছেন, তাদের দলে ফেরানো এবং কাজে যুক্ত করার জন্য ব্লক সভাপতিদের উদ্যোগী হতে বলেছি। যারা অন্য দলে চলে গিয়ে ফের আমাদের দলে ফিরতে চেয়েছেন, তাদের আবেদন জমা নেওয়া হবে। আবেদন খতিয়ে দেখে দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হবে।” স্বাভাবিক ভাবেই জেলা তৃণমূল নেতৃত্ব এখন পুরনো এবং বসে পড়া নেতাদের সক্রিয় করার কথা বলে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে। তবে শিশির অধিকারীর এই আহ্বানে সাড়া দিয়ে জেলার বিদ্রোহী নেতারা সংগঠন রক্ষার জন্য কতটা এগিয়ে আসেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!