এখন পড়ছেন
হোম > রাজনীতি > রাজ্যে রেলের উন্নতিতে বড় বাধা স্বয়ং মমতা? মন্ত্রীর চিঠিতে চরম বিপাকে নবান্ন!

রাজ্যে রেলের উন্নতিতে বড় বাধা স্বয়ং মমতা? মন্ত্রীর চিঠিতে চরম বিপাকে নবান্ন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রেলমন্ত্রী থাকার সময় তিনি যে সমস্ত প্রকল্প নিয়েছিলেন, তা আর কেউ নিতে পারেনি। মুখ্যমন্ত্রী হওয়ার 12 বছর পরেও বিভিন্ন কর্মসূচিতে গিয়ে এই দাবি করতে দেখা যায় দেশের প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু যিনি রেলের উন্নতিতে প্রাণপাত দাবি করেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের রাজ্যেই জমি পাচ্ছে না রেল। এখন তিনি মুখ্যমন্ত্রী। কিন্তু তবুও 41 নতুন রেল প্রকল্পে লাইন করার জন্য পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে জমির সমস্যা। যে কারণে এবার নবান্ন কে চিঠি দিলেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্নব।

সূত্রের খবর, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লেখেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। যেখানে তিনি জানান যে, পশ্চিমবঙ্গে 41 টি জায়গায় নতুন রেললাইন পাতার কাজ শুরু করতে চায় রেল দপ্তর। কিন্তু রাজ্য সরকার জমি দিতে পারছে না। ফলে ঠিকমতো কাজ শুরু হচ্ছে না। তাই এই ব্যাপারে যাতে দ্রুত রাজ্য পদক্ষেপ গ্রহণ করে, সেই বিষয় নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বলে খবর।

বিরোধীদের কটাক্ষ, এই মমতা বন্দ্যোপাধ্যায় রেলের কোনো দুর্ঘটনা হলেই সবার আগে ময়দানে নেমে পড়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন‌। দাবি করেন, তিনি রেলমন্ত্রী থাকার সময় সব থেকে বেশি উন্নতি হয়েছে। কিন্তু এখন রেলের সর্বনাশের দিন। তবে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানেই নতুন রেললাইন পাতার কাজ করতে চাইছে রেল দপ্তর। কিন্তু জমি দিতে পারছে না রাজ্য সরকার। ফলে ব্যর্থতা কার! কেন রেল দপ্তর কাজ করার জন্য বসে থাকলেও জমি দিতে পারছে না নবান্ন! ইতিমধ্যেই সেই প্রশ্ন তুলে রাজ্যকে চেপে ধরেছে বিরোধী শিবির।

পর্যবেক্ষকদের মতে, রেল প্রকল্পে শুধু নয়, কেন্দ্রীয় যে কোনো প্রকল্পেই রাজ্যের সহযোগিতা অবশ্যই কাম্য। কিন্তু বারবার এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার অসহযোগিতা করে বলে অভিযোগ উঠে আসে। আর এবার স্বয়ং কেন্দ্রীয় রেলমন্ত্রী রেল লাইনের কাজের জন্য রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় জমির আবেদন জানিয়ে চিঠি পাঠালেন। তবে রেল পরিষেবার উন্নতির জন্য এবার সেই চিঠির পরিপ্রেক্ষিতে কি জানায় নবান্ন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!