এখন পড়ছেন
হোম > রাজ্য > রেশন বিলি নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের, জেনে নিন

রেশন বিলি নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবার রেশন বন্টন নিয়ে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার। জানা গেছে, এখন থেকে প্রতি মাসের শেষ দিনে আর রেশন বিলি করা হবে না। সেক্ষেত্রে মাসের শেষ দিনে রেশন বরাদ্দ হলে অন্যান্য কাজে অনেকটাই অসুবিধা হয়। তাই সেই দিনটি অন্য কাজের জন্য বরাদ্দ রেখে চলতি মাস থেকেই একদম শেষ দিনে রেশন বরাদ্দ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের খাদ্য দপ্তর। ইতিমধ্যেই এই বিষয়টি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, এদিন খাদ্য দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। যেখানে জানানো হয়, প্রত্যেক মাসে ঠিক কত গ্রাহক রেশন পরিষেবা নিলেন, তার তথ্য সরকারি পোর্টালে দিতে হয়। একদম মাসের শেষ দিনে এই তথ্য দেওয়ার কাজ চলে। তাই তখন যদি রেশন দেওয়া হয়, তাহলে সেই কাজে অনেকটাই বাধা তৈরি হয়। তাই মাসের শেষ দিনে এই রেশন দেওয়ার কাজটি বাদ রাখতে চাইছে রাজ্যের খাদ্য দপ্তর। একাংশ বলছেন, মাসের একদম শেষ দিনে পোর্টালের সমস্ত তথ্য উচ্চস্তরে পাঠাতে হয়। সেক্ষেত্রে অনেক রকম ভুলভ্রান্তির বিষয় সামনে আসে। তাই সেই ভুল ত্রুটি যাতে না হয়, তার জন্যেই রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যে রেশন বিলি নিয়ে নানা বিষয়ে নানা সময়ে সামনে এসেছে। বিগত বছরের পুজোর সময় কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো বিনামূল্যের একমাসের রেশন বিলি করার হিসাব একদিন দিতে দেরি হয়েছিল। যার জেরে আর পরবর্তীতে কেন্দ্রের পক্ষ থেকে রেশন পাঠানো হয়নি। যার ফলে অনেকটাই চাপে পড়ে গিয়েছিল রাজ্য। তাই এবার যাতে সেই রকম কিছু না হয়, তার জন্য আগেভাগেই রেশন বরাদ্দের বিষয়টি সম্পূর্ণ করে মাসের শেষ দিনে নিজেদের কাজ সেরে রাখতে চাইছে রাজ্য খাদ্য দপ্তর। আর সেই কারণেই জুলাই মাস থেকেই প্রতি মাসের শেষ দিন আর রেশন বরাদ্দ করা হবে না বলে জানিয়ে দেওয়া হল। তবে রাজ্য খাদ্য দপ্তরের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের অসুবিধা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!