এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রেমালের দুর্ভোগে যাত্রীরা, আটকে গেল মেট্রো! চরম ভোগান্তি!

রেমালের দুর্ভোগে যাত্রীরা, আটকে গেল মেট্রো! চরম ভোগান্তি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভয়ংকর ঘূর্ণিঝড় রেমালের দুর্যোগের পরে ট্রেন থেকে শুরু করে মেট্রো রেল, বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। এমনিতেই সপ্তাহের প্রথম দিন অফিসের চাপ রয়েছে। আর তার মধ্যে পাক পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে জমা হয়ে রয়েছে জল। স্বাভাবিকভাবেই দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করলেও, তারপর আর এই পরিষেবা পাবেন না সাধারণ মানুষ।

সূত্রের খবর, রেমালের দাপটের ফলে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমতে শুরু করেছে। এমনকি মেট্রো স্টেশনেও জমা হয়ে রয়েছে জল। যার ফলে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে। তবে তারপর আর জল জমা থাকার কারণে মেট্রো রেল চলতে পারছে না। তবে নিউ গড়িয়া থেকে আবার টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পাওয়া যাবে বলে জানানো হয়েছে। স্বাভাবিক ভাবেই দ্রুত এই জল বার করে কখন থেকে এই মাঝের স্টেশন গুলিতে মেট্রো পরিষেবা স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!