এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আদালতে আত্মসমর্পন করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

আদালতে আত্মসমর্পন করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়


গত ১০ অক্টোবর সিপিএমের বহিষ্কৃত সাংসদের বিরুদ্ধে বালুরঘাট আদালতে মামলা দায়ের করেন অভিযোগকারী নম্রতা দত্ত। তাঁর অভিযোগ, ঋতব্রত তাঁকে দিল্লির কোয়ার্টারে নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করেন। কিন্তু ঋতব্রত পরে টাকার বিনিময়ে তা মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আদালত আত্মসমর্পনের নির্দেশ দেয়।
আদালতে আত্মসমর্পনের পর তাঁর আইনজীবী জামিনের জন্য আবেদন করেন, সেই জামিন মঞ্জুর হয়। ঋতব্রত বাবুর আইনজীবী জানিয়েছেন, বিচারক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা এই অভিযোগকে ভিত্তিহীন ও প্রি-ম্যাচিওরড স্টেজে রয়েছে বলে জানিয়ে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছেন। একই সঙ্গে তাঁর স্ত্রী দুর্বা বন্দ্যোপাধ্যায়েরও জামিন মঞ্জুর করেন বিচারক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!