প্রয়াত অটল বিহারি বাজপেয়ী – জেনে নিন তাঁর অন্তিমযাত্রার সফরসূচি জাতীয় বিশেষ খবর August 16, 2018 ভারতীয় রাজনীতিতে ইন্দ্রপতন – চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। আজ সাড়ে ৫ টায় এইমস কর্তৃপক্ষের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশে জানানো হল – তাঁর জীবনাবসানের কথা। মেডিক্যাল বুলেটিনে জানানো হল বিকেল ৫:০৫ মিনিটে তিনি অমৃতলোকের পথে যাত্রা করেছেন। ৯৪ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন। আপাতত প্রাক্তন প্রধানমন্ত্রীর নিথর দেহ এইমস হাসপাতালেই রাখা আছে, সেখানে চিকিৎসকেরা কিছু প্রয়োজনীয় শেষ কাজ করছেন। এরপর সন্ধ্যা ৭-৭:৩০ টা নাগাদ তাঁর পার্থিব শরীর তাঁর দিল্লির বাসভবন ৬ নম্বর কৃষ্ণ মেনন মার্গে নিয়ে যাওয়া হবে। সেখানেই সারারাত থাকবে তাঁর পার্থিব শরীর। আজ সেখানে বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যক্তিরা তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে পারবেন। এরপর আগামীকাল সকালে ৯:০০ টা নাগাদ তাঁর পার্থিব শরীর নিয়ে যাওয়া হবে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দীনদয়াল উপাধ্যায় মার্গে। সেখানে সাধারণ মানুষের জন্য দ্বার থাকবে অবারিত – দুপুর ২ তো পর্যন্ত। দেশের যেকোন প্রান্ত থেকে মানুষ গিয়ে তাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে পারবেন। এরপর অপরাহ্নের আলোকে সাক্ষী রেখে বিকেল ৩:৩০-৪:০০ নাগাদ শেষযাত্রায় বেরোবেন তিনি। রাজঘাটের পিছনের দিকে রাষ্ট্রীয় স্মৃতিতে তাঁর অন্তিম কার্য সমাধা হবে। আপাতত তার জন্য তিনটি জায়গা চিহ্নিত করা হয়েছে, কিন্তু তা এখনো চূড়ান্ত নয়। কেননা পরিবেশ দপ্তরের নিয়ামানুযায়ী ওই স্থানে কোনো দাহকার্য বা সমাধিস্থল বানানো যাবে না। কিন্তু বর্তমান সরকার সেই নিয়ম বদলে যমুনা নদীর তীরেই, যেখানে ভারতের অন্যান্য প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকার্য সমাধা হয়েছিল, সেখানেই ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীরও অন্তিম কার্য সমাধা করতে চায় ও তাঁর সমাধিস্থল বানাতে চায়। আপনার মতামত জানান -