এখন পড়ছেন
হোম > অন্যান্য > রোদ না বৃষ্টি? কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন বিস্তারিত

রোদ না বৃষ্টি? কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই মাঝারি থেকে ভারি বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম। আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে মহানগরে। এখনো রয়েছে আকাশের মুখ ভার। জানা যাচ্ছে আগামী দু, এক ঘণ্টা ধরে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও শহরতলিতে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণবাতের কারণে কলকাতাসহ রাজ্যজুড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। রাজ্যের একাধিক স্থানে বিক্ষিপ্ত, মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনায় মাঝারি থেকে ভারি বৃষ্টি দেখা যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি চলবে কলকাতায়। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণেই চলবে এই বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে আজ বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ছাড়াও হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম জেলায়। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে।

তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামীকাল সোমবার ও আগামী মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। যে জেলা গুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ %, সর্বনিম্ন ৮৪% থাকবে, বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই নাও মিলতে পারে মহানগরবাসীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!