এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রোগীদের জীবন নিয়ে খেলা করছেন তৃণমূল বিধায়ক নির্মল মাঝি! ভয়াবহ তথ্য ফাঁস!

রোগীদের জীবন নিয়ে খেলা করছেন তৃণমূল বিধায়ক নির্মল মাঝি! ভয়াবহ তথ্য ফাঁস!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এমনিতেই তৃণমূলের নানা নেতা নেত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে দেখা যায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে। কিন্তু এবার কলকাতা মেডিক্যাল কলেজের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক নির্মল মাঝির বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। যেখানে কলকাতা মেডিক্যাল কলেজের এক বিভাগীয় প্রধান নিজের পদত্যাগপত্রে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। যে অভিযোগে বলা হচ্ছে, 2019 সালে বেশকিছু স্টেন্টের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও সেগুলো ব্যবহার করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষের বুকে সেই স্টেন্ট বসানো হয়েছে। আর এই সমস্ত কিছু নিয়ে তিনি প্রতিবাদ করতে গেলে তাকে অপমান করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সূত্রের খবর, এদিন এই মেডিক্যাল কলেজের এক বিভাগীয় প্রধান নিজের ইস্তফাপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন। আর সেই ভাইরাল হওয়া ইস্তফাপত্রের ছত্রে ছত্রে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে শাসকদলের হেভিওয়েট বিধায়ক নির্মল মাঝিকে। কিন্তু সত্যিই কি তাই! কেন তাহলে রোগীদের জীবন নিয়ে খেলা করা হচ্ছে!

এদিন এই প্রসঙ্গে মেডিকেল কলেজের অধ্যক্ষ রঘুনাথ মিশ্র বলেন, “সংবাদমাধ্যমের থেকে জানলাম ওই পদত্যাগপত্রের কথা। কিন্তু সেই চিঠি সরাসরি স্বাস্থ্যভবনে লেখা হয়েছে। চিঠিটি আমার মারফত লেখা হলে বিভাগীয় তদন্তের নির্দেশ দিতাম।” যদিও বা এই ঘটনা প্রসঙ্গে নির্মল মাঝিকে ফোন করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাংশের মতে, অতীতেও বিভিন্ন বিতর্কে নাম জড়িয়েছে এই নির্মল মাঝির। আর এবার এক ব্যক্তির পদত্যাগপত্রে নির্মল বাবু সম্পর্কে বিস্ফোরক অভিযোগ শাসক দলকে চাপের মুখে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!