এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কোলাঘাটের গেস্ট হাউসে পুলিশ কনভয় নিয়ে ঢোকা হেভিওয়েটের সাথে বৈঠকে শুভেন্দু! বাড়ছে জল্পনা!

কোলাঘাটের গেস্ট হাউসে পুলিশ কনভয় নিয়ে ঢোকা হেভিওয়েটের সাথে বৈঠকে শুভেন্দু! বাড়ছে জল্পনা!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পূর্ব মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সভা করছেন, তখন সেখানে অনুপস্থিত অধিকারী গড়ের সম্রাট তথা নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। দলের সঙ্গে তার ক্রমাগত দূরত্ব বাড়তে শুরু করেছে‌। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিন শুভেন্দু অধিকারীর এক নতুন পদক্ষেপকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সভা করছেন, তখন কাথির শান্তিকুঞ্জের বাড়ি থেকে কোলাঘাটে আসেন শুভেন্দু অধিকারী। আর সেখান থেকেই দুপুর তিনটের সময় কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এদিকে সোমবার সন্ধ্যায় কলকাতা থেকে ফিরে আবার সোজা কোলাঘাটের গেস্ট হাউসে চলে আসেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। আর এরপরেই সবাইকে অবাক করে সেখানে ঢুকতে দেখা যায় একটি পুলিশি কনভয়কে।

স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে সেই পুলিশি কনভয় করে কে বা কারা এলেন, এখন তা নিয়েই বিরাট মাপের প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই বলতে শুরু করেছেন, শুভেন্দু অধিকারী বর্তমানে আর তৃণমূল কংগ্রেসে থাকবেন, এমন কোনো ভাবনা ভাবা বৃথা। তাই তিনি দলবদল করতে পারেন বলে জল্পনা যখন তীব্র হয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিন কোলাঘাটের গেস্ট হাউজের সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে কাচের পুলিশি কনভয় করে কে এলেন, তা নিঃসন্দেহে জল্পনার অবকাশ রাখে।

একাংশের দাবি, হয়ত বা এই গাড়ি করে কোনো বিজেপি নেতা আসতে পারেন। সত্যিই কি তাই? তবে বিজেপি নেতা হোক বা অন্য কেউ, শুভেন্দু অধিকারী যে গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্যই এই কোলাঘাটের গেস্ট হাউসে প্রবেশ করেছিলেন এবং সেখানে যে গুরুত্বপূর্ণ কেউ এসেছিলেন, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। আশ্চর্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিন শুভেন্দু অধিকারীর এই ধরনের পদক্ষেপকে কেন্দ্র করে গুঞ্জন আরও দানা বাধতে শুরু করেছে।

পূর্ব মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তার সর্বক্ষণের সাথী হিসেবে দেখা যেত এই শুভেন্দু অধিকারীকে। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে। যেখানে অধিকারী পরিবারের কেউ সেই সভাস্থলে উপস্থিত থাকেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার সময় হঠাৎ করেই কলকাতায় পৌঁছে যাওয়া শুভেন্দু অধিকারীর এবং তারপর সন্ধেবেলায় কোলাঘাটের গেস্ট হাউসে তার উপস্থিতি এবং একটি কনভয় করে বিশেষ কেউ সেই কোলাঘাটে গেস্ট হাউসে উপস্থিত হওয়া চাঞ্চল্য সৃষ্টি করেছে বাংলার রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই মুহূর্তে ঠিক কার সঙ্গে আলোচনায় বসতে পারেন শুভেন্দু অধিকারী? পুলিশি কনভয়, নিরাপত্তারক্ষী নিয়ে কার সঙ্গে গোপন বৈঠক করলেন তিনি? তাহলে কি তৃণমূলের তরফ থেকে কেউ মান ভাঙানোর জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন, নাকি বিজেপির কেউ গোপনে তার সঙ্গে দেখা করলেন! এখন তা নিয়ে প্রশ্ন আরও বাড়তে শুরু করেছে।

একাংশের মতে, কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেখানেও লাভের লাভ কিছু হয়নি। উল্টে পরেরদিন সৌগত রায়কে মেসেজ করে দিয়ে তাদের সঙ্গে কাজ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর তারপর থেকেই তিনি দ্রুত তৃণমূল কংগ্রেস ত্যাগ করতে পারেন বলে দাবি করেছিলেন একাংশ।

আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিন শুভেন্দু অধিকারী বা তার পরিবারের কোনো সদস্য সেখানে উপস্থিত থাকেন কিনা, তা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সভায় উপস্থিত না থেকে কলকাতায় গিয়ে আবার কোলাঘাটে ফিরে এসে গেস্ট হাউসে যেভাবে কোনো এক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করলেন শুভেন্দুবাবু, তাতে রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তবে তৃণমূল নেতা নাকি বিরোধীদলের নেতার সঙ্গে শুভেন্দু অধিকারীর এই বৈঠক, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কার সঙ্গে শুভেন্দু অধিকারী এই বৈঠক করলেন, সেই রহস্য উন্মোচিত হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!