এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রথযাত্রা মিটতেই বড়সড় ভাঙন বীরভূমের গেরুয়া শিবিরে, তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

রথযাত্রা মিটতেই বড়সড় ভাঙন বীরভূমের গেরুয়া শিবিরে, তীব্র জল্পনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দল বদলের পালায় এবার পাল্লা ভারী তৃণমূলের। একুশের বিধানসভার নির্বাচনে নজর কেড়েছে ভাঙনের রাজনীতি। যাদের কোনদিনও ভাবা যায়নি দল থেকে বেরিয়ে যাবেন, তাঁদেরকে দেখা গেছে দল ভেঙে অন্য দলে যোগ দিতে। এক্ষেত্রে তৃণমূল ও বিজেপির উল্লেখ করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই দলবদল একমুখী হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু গেরুয়া শিবিরের দরজা এই মুহূর্তে দলবদলকারীদের জন্য বন্ধ। আর ঠিক সেই সময় ময়দানে নেমেছে ঘাসফুল শিবির। যথারীতি এবার গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে দল ভারী করার দিকে নজর দিয়েছে তৃণমূল। আর সেই অনুযায়ী বীরভম জেলায় গেরুয়া শিবিরে নামলো বড়োসড়ো ধ্বস।

জানা গিয়েছে, বুধবার সিউড়ি 2 ব্লকের দলীয় সভায় গেরুয়া সংগঠনের যুব মোর্চার সভাপতি এবং সাধারণ সম্পাদক একসাথে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে আসেন। পাশাপাশি তৃণমূলের দাবি, দুই বিজেপি নেতা বহুল অংশে কর্মী সমর্থক নিয়ে তৃণমূলে সামিল হন। সূত্রের খবর, সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পোস্টকে ঘিরে বীরভূম জেলার সিউড়ি শহরে বিজেপির যুব কর্মীদের মধ্যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয়। শোনা যাচ্ছে, তাঁদের মধ্যেই এক পক্ষ তৃণমূলের হাত ধরল। বিজেপির যুব মোর্চার সভাপতি অনিন্দ্য সিংহ এবং সম্পাদক কুন্তল ভট্টাচার্যসহ প্রায় 400 বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপি থেকে তৃণমূলে এসে অনিন্দ্য সিংহ জানিয়েছেন, দলে গুরুত্ব পাচ্ছিলেন না বলেই তাঁরা বাধ্য হয়ে তৃণমূলে এসেছেন। অন্যদিকে তৃণমূল শিবিরেও ছড়িয়েছে চাঞ্চল্য। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে সভামঞ্চ থেকেই সাঁইথিয়া বিধানসভার প্রার্থী হিসেবে বর্তমান বিধায়ক নিলাবতী সাহার নাম ঘোষণা করে দেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও প্রার্থী তালিকা এখনো প্রকাশ হয়নি। তাই বর্তমান বিধায়কের নাম ঘোষণা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে জেপি নাড্ডার সভায় যাওয়ার সময় বিজেপির ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপির অভিযোগ, বিজেপি কর্মীদের নিয়ে যখন জেপি নাড্ডার সভায় যাচ্ছিলেন বিজেপি এসসি মোর্চা সভাপতি, তখন তাঁকে স্থানীয় তৃণমূল দুষ্কৃতীরা আক্রমণ করে এবং তাঁকে ফেলে মারে। আহত অবস্থায় তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। যদিও তৃণমূল ঘটনার কথা পুরোপুরি অস্বীকার করেছে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, বীরভূম জেলায় এই মুহূর্তে ভোটের উত্তেজনা প্রবল। অন্যদিকে কিছুদিন আগেই অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দিয়েছিলেন জেপি নাড্ডার রথ যাত্রার সূচনার সময়। সে সময় অনুব্রত ইঙ্গিত দিয়েছিলেন কিছু একটা হবে। আর সেটা যে গেরুয়া শিবিরের ভাঙন, তা মোটামুটি এখন পরিষ্কার সবার কাছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!