এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সবুজ-মেরুন ভক্তদের আবেগের কাছে ধরাশায়ী ম্যানেজমেন্ট থেকে ISL কর্তৃপক্ষ? হচ্ছে বড়সড় পরিবর্তন?

সবুজ-মেরুন ভক্তদের আবেগের কাছে ধরাশায়ী ম্যানেজমেন্ট থেকে ISL কর্তৃপক্ষ? হচ্ছে বড়সড় পরিবর্তন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর অল্প দিনের মধ্যেই আইএসএল খেলা শুরু হতে চলেছে। তার কয়েকদিন আগেই এটিকে-মোহনবাগানের এক বিজ্ঞাপনকে ঘিরে তীব্র বিতর্ক দেখা দিল। মোহনবাগানের হস্তক্ষেপে বিজ্ঞাপনে পরিবর্তন ঘটিয়ে বিতর্কের ইতি টানা হলো। শতাব্দী প্রাচীন মোহনবাগানের ঐতিহ্য ও ইতিহাসের কথা বিবেচনা করেই বিজ্ঞাপনটিকে নতুন রূপে নতুন আঙ্গিকে দেখানোর সিদ্ধান্ত নেয়া হল স্টার স্পোর্টস এর পক্ষ থেকে। সেইসঙ্গে, বিতর্কের কারণে, দলের নতুন জার্সি থেকে তিনি ষ্টার সরিয়ে দেবার পরিকল্পনা করা হলো।

কিছুদিন আগে এটিকে-মোহনবাগানের একটি নতুন বিজ্ঞাপন দেখা মোহনবাগানের অন্যতম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই বিজ্ঞাপনে দেখা যায় যে, তিনবার আইএসএল চ্যাম্পিয়ন এটিকে-মোহনবাগানের জার্সি ওয়াশিং মেশিনে দিতেই, তা থেকে সবুজ-মেরুন জার্সিটি বেরিয়ে এলো। এই বিজ্ঞাপন দেখে ক্লাবের সমর্থকরা তীব্র প্রতিবাদ জানান। তাঁরা অভিযোগ করেছেন, শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের সম্মান ও ঐতিহ্যের হানি ঘটেছে এই বিজ্ঞাপনের মাধ্যমে। ক্লাবের সমর্থকরা এর প্রচন্ড বিরোধিতা করেন।

আবার এটিকে তিনবার আইসিএল চ্যাম্পিয়ন হবার কারণে, এটিকে- মোহনবাগানের জার্সিতে তিনটি স্টার রাখা হয়েছিল। যা নিয়েও তীব্র বিতর্ক শুরু হয়। ক্লাবের জার্সি থেকে এই তিনটি ষ্টার সরিয়ে দেওয়ার দাবি উঠতে থাকে। সমর্থকদের প্রবল বিরোধিতার পর মোহনবাগানের ডিরেক্টর দেবাশীষ দত্ত এক বিজ্ঞপ্তিতে জানান যে, আইএসএল কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। জার্সি থেকে তিনটি ষ্টার সরিয়ে দেওয়ার বিষয়ে। এরপর গতকাল সোমবার মোহনবাগান কর্তাদের সঙ্গে এফএসডিএল ও স্টার স্পোর্টসের এ বিষয়ে বিশেষ বৈঠক চলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সোমবার এটিকে-মোহনবাগানের দুজন ডিরেক্টর সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত এফএসডিএল ও স্টার স্পোর্টসের কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় যে, আজ মঙ্গলবার থেকে এই বিজ্ঞাপনটির বেশ কিছু পরিবর্তন করা হবে। স্টার স্পোর্টস মোহনবাগানের নির্দেশ মেনে নিয়েছে। স্টার স্পোর্টস কর্তাদের মোহনবাগান ক্লাবের শতাব্দীব্যাপী ঐতিহ্য ও ক্লাবকে ঘিরে থাকা সবুজ মেরুন সমর্থকদের আবেগ, উচ্ছাসের বিষয়টি জানানো হয়েছিল। এরপর স্টার স্পোর্টস এর পক্ষ থেকে এই বিজ্ঞাপন বদলের সিদ্ধান্ত নেয়া হলো।

আবার, এই বৈঠকেই আইএসএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এটিকে-মোহনবাগানের জার্সি থেকে তিনটি ষ্টার সরিয়ে দেওয়ার কথা জানানো হলো। মোহনবাগানের দুজন কর্তা তাঁদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করলেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো যে, এ বিষয়ে। জার্সি থেকে তিনটি স্টারকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত হলো। তাই, কিছুদিনের মধ্যেই মোহনবাগান দলের নতুন জার্সি চলে আসবে। এবং, আজ থেকে নতুন আঙ্গিকে আসতে চলেছে বিজ্ঞাপনটি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!