এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যপালের সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই এই আমলাকে সরিয়ে দিলেন মমতা, শুরু তীব্র জল্পনা

রাজ্যপালের সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই এই আমলাকে সরিয়ে দিলেন মমতা, শুরু তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের বিভিন্ন আমলা ও জেলাশাসককে বদলি করা হলো। গতকাল সোমবার বিভিন্ন জেলার জেলাশাসকের বদলির নির্দেশিকা প্রকাশ করেছিল রাজ্য সরকার। যে সমস্ত জেলার জেলাশাসককে গতকাল বদলি করা হলো, তাঁদের মধ্যে আছেন দার্জিলিং জেলার জেলাশাসক। প্রশাসনিক সূত্র থেকে বলা হচ্ছে, এই বদলি নিয়মমাফিক। অন্যান্য কোন জেলার জেলা শাসকের বদলি নিয়ে কোন প্রশ্ন ওঠেনি কিন্তু দার্জিলিংয়ের জেলাশাসককে গতকাল সোমবার রাতেই বদলি করা নিয়ে জল্পনা ছড়ালো। কারণ, গতকাল দুপুরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

প্রসঙ্গত গতকাল সোমবার দার্জিলিংয়ের রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাত্ করেছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুনমবালম। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের পুলিশ সুপার ড.‌ সন্তোষ নিম্বলকর। তাঁদের মধ্যে একটি বৈঠকও হয়েছিল। এর কয়েক ঘণ্টা পরেই অন্যান্য জেলার জেলাশাসরের সঙ্গে তাঁকেও বদলি করার নির্দেশ জারী করা হলো নবান্ন থেকে।দার্জিলিং নতুন জেলাশাসক করা হলো শশাঙ্ক শেঠিকে। এই বিষয়টি নিয়েই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গতকাল রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে রাজ্য ভ্যালুয়েশন বোর্ডের দায়িত্ব তুলে দেয়া হলো, ইতিপূর্বে তাঁকে পরিবেশ দপ্তরের দায়িত্ব দেয়া হয়েছিল। আবার পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদারকে মুখ্যমন্ত্রীর দপ্তরের যুগ্মসচিব করা হলো। উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে স্বরাষ্ট্র দপ্তরের বিশেষসচিব করা হলো। সুমিত গুপ্তাকে এই জেলার জেলাশাসক করা হল, তিনি আবার ডব্লুবিআইডিসির এক্সিকিউটিভ ডিরেক্টর ও স্বাস্থ্যদপ্তরের যুগ্মসচিব ছিলেন। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতীকে বীরভূমের জেলাশাসক করা হলো। বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসুকে জলপাইগুড়ির জেলাশাসক করা হলো। জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক কুমারকে উচ্চশিক্ষাদপ্তরের যুগ্মসচিব করা হলো। আবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষকে নদিয়ার জেলা শাসক করা হয়েছে।

এভাবে গতকাল বহু জেলাশাসক ও বহু আমলার রদবদল করা হলো, কিন্তু অন্য কোন কোন জেলাশাসকের বদলি নিয়ে কোন প্রশ্ন ওঠেনি। প্রশ্ন উঠতে শুরু করেছে দার্জিলিংয়ের জেলাশাসক এস পুনমবালমের বদলি নিয়ে। অনেকেই মনে করছেন রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক মোটেই মধুর নয়। রাজ্যপাল বহুবার রাজ্যের নানা বিষয় নিয়ে বারবার অভিযোগ ও অসন্তুষ্টি প্রকাশ করেছেন। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের কারণেই জেলাশাসককে বদলির এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে রাজভবনকে এক বিশেষ বার্তা দিল নবান্ন এমনটাই মনে করছেন অনেকে। এতে, রাজ্যপাল বনাম নবান্নের সংঘাত আরও বৃদ্ধি পায় কিনা? সেদিকেই দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!