এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে আজও বাতিল হল বহু ট্রেন

সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে আজও বাতিল হল বহু ট্রেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে দুর্ভোগ বাড়লো সাধারণ মানুষের। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন বহু রেলকর্মী। যাদের মধ্যে আছেন মোটর ম্যান, সিগন্যাল টেলি-কমিউনিকেশন কর্মী, গার্ড, রেল চালক প্রমুখরা। এর ফলে আজ শিয়ালদহ শাখার ৫৬ টি লোকাল ট্রেন বাতিল করে দেয়া হয়েছে। যার ফলে ব্যাপক সমস্যায় রেল যাত্রীরা।

বহু ট্রেন বাতিল হয়ে যাবার কারণে স্টেশনে ভিড় যেমন বাড়ছে, তেমনি ট্রেনে অত্যাধিক ভিড় থাকায় বহু যাত্রী ট্রেনে উঠতে পারেননি। আজ যে ট্রেনগুলো বাতিল হলো, তার মধ্যে রয়েছে শিয়ালদহ শাখার ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল, ডানকুনি লোকাল, গোবরডাঙ্গা লোকাল, দত্তপুকুর লোকাল, সোনারপুর লোকাল ইত্যাদি। তবে জনগণের দুর্ভোগ এর কথা চিন্তা করে স্বল্প দূরত্বের ট্রেনই বাতিল করা হয়েছে। অফিস টাইমের ট্রেন যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে পূর্ব রেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কমল দাস জানালেন যে, তাঁরা নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা দিতে প্রস্তুত আছেন, পরিষেবা দেওয়ার জন্য কাজও করে চলেছেন তাঁরা। কিন্তু যেভাবে রেলকর্মীরা করোনা আক্রান্ত হতে শুরু করেছেন, তাতে পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। বিভিন্ন রেল স্টেশনে যাত্রীদের করোনা বিষয়ে সচেতনতা বাড়াতে রেলের পক্ষ থেকে প্রচারকার্য শুরু করা হয়েছে। আবার, রেল কর্মীদের সুরক্ষার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কিন্তু অনেক ক্ষেত্রেই কাজ করতে গিয়ে রেল কর্মীরা শারীরিক দূরত্ব বজায় রাখতে পারছেন না। যা থেকে বিপদ বাড়ছে রেল কর্মীদের। যার ফলে রেল পরিষেবাতে প্রভাব পড়ছে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শিয়ালদহ, হাওড়া ডিভিশনের একাধিক গার্ড, মোটর ম্যান, সিগন্যাল কমিউনিকেশন বিভাগের কর্মী ও রেল চালক করোনা আক্রান্ত হয়েছেন। শিয়ালদা ডিভিশনের প্রায় ৯০ জন রেলকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তাই কর্মীর অভাবের ফলে পরিষেবায় কাটছাঁট করতে বাধ্য হচ্ছে রেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!