এখন পড়ছেন
হোম > জাতীয় > সমস্ত রকম জল্পনায় ইতি, কে হচ্ছেন বিধানসভা ভোটে মুখমন্ত্রী মুখ, বড়সড় ঘোষণা অমিত অমিত শাহের !

সমস্ত রকম জল্পনায় ইতি, কে হচ্ছেন বিধানসভা ভোটে মুখমন্ত্রী মুখ, বড়সড় ঘোষণা অমিত অমিত শাহের !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে দেশের প্রথম নির্বাচন হতে চলেছে বিহারে। আগামী ২৭ শে অক্টোবর বিহারে রয়েছে প্রথম দফার ভোট। মোট তিন দফায় চলবে বিহারের বিধানসভা নির্বাচন। আগামী ১০ ই নভেম্বর ফল প্রকাশ হবে এই নির্বাচনের। বিহারের আসন্ন নির্বাচনে বিজেপি ও জেডিইউ জোটবদ্ধ হয়েছে কিন্তু এনডিএ থেকে বেরিয়ে এসেছে এলজেপি।

এদিকে বিহারের ভোট বিশেষ গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। কারণ গত লোকসভা নির্বাচনের পর একাধিক রাজ্য হাতছাড়া হয়েছে বিজেপির। যার মধ্যে আছে মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো রাজ্য। তাই বিহারের দিকে বিশেষ নজর আছে বিজেপির। এদিকে সামনেই আছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। বিহারে যদি আশানুরূপ ফল লাভ না হয়, তবে তার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গে। এ কারণেই অধিক সতর্ক হয়ে উঠেছে হয়ে উঠেছে গেরুয়া শিবির।

আবার এলজেপির অবস্থান নিয়ে ঘোট পাকিয়েছে বিহারের রাজনীতিতে। নীতীশ কুমারের দলের বনিবনা না হওয়ায় এনডিএ ত্যাগ করেছে এলজেপি। তবে এলজেপি সিদ্ধান্ত নিয়েছে যে, বিজেপির বিরুদ্ধে কোনো প্রার্থী তারা দেবে না। কিন্তু যে ১৪৩ টি আসনের প্রার্থী জেডিইউ। সেগুলিতে প্রার্থী দিয়েছে তারা। যার ফলে, অনেকে মন্তব্য করেছেন যে, বিজেপির সঙ্গে যোগসাজশ করেই এমন কাজ করছে এলজেপি।

ভোটের পর যদি দেখা যায় যে, আসন সংখ্যা কমে গেছে জেডিইউর। তবে মুখ্যমন্ত্রীর দাবী করতে পারে বিজেপি। এর ফলেই সুশীল মোদী হুঁশিয়ারি দিয়েছেন এলজেপিকে। পরিষ্কারভাবে বলা হয়েছে যে, জেডিইউর মধ্যে কোন অবিশ্বাস তৈরী রা চলবে না। তারা যেন ভোটের প্রচারে প্রধানমন্ত্রী ছবি না ব্যবহার করেন। এ চিরাগ পাসোয়ান এ প্রসঙ্গে জানিয়েছেন, ” আমি হনুমানের মতো। আমার বুক চিরলে মোদীজিকে দেখা যাবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই আবহে গতকাল শনিবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বিশেষ বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদমাধ্যমকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি জানালেন, ” বিহারে নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন। এ ব্যাপারে কোনও যদি কিন্তু নেই। বিজেপি যদি জেডিইউয়ের থেকে বেশি আসনও জেতে তাও মুখ্যমন্ত্রী হবেন নীতীশই।”

এর সঙ্গে সঙ্গেই স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন যে, বিহারে এনডিএ জোটই সরকার গঠন করবে বলে তিনি নিশ্চিত। তিনি আশা করছেন যে, বিহারের দুই-তৃতীয়াংশ আসন জিতবে এনডিএ। কিন্তু এনডিএ শরিকদের মধ্যে কোন দল কটা আসন পেল। সে সেটা বড় ব্যাপার নয়। বিহারে দুজন নেতার নেতৃত্বে লড়ছে এনডিএ। যাদের মধ্যে একজন হলেন প্রধানমন্ত্রী, অপরজন হলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই হবেন, সে বিষয়ে কোন দিমত থাকবে না।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, ” মোদী ঝড়ের মধ্যে ভোট হবে বিহারে। এই সুবিধা যেমন বিজেপি পাবে তেমন জেডিইউ-ও পাবে। ঐক্যবদ্ধ এনডিএ লড়াই করছে বিহারে। এখানে আলাদা দলের ব্যাপার নেই।” এভাবেই সমস্ত রাজনৈতিক ঘোটের ইতি টানলেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!