এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “সর্বক্ষেত্রে এই রাজ্য সরকার মানুষের জন্য কাজ করতে ব্যর্থ।” – চাঞ্চল্যকর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর

“সর্বক্ষেত্রে এই রাজ্য সরকার মানুষের জন্য কাজ করতে ব্যর্থ।” – চাঞ্চল্যকর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পার্শ্বশিক্ষক, মাদ্রাসা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ তথা আন্দোলন বারবার বিপাকে ফেলে দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজ্য সরকারকে বারবার একহাত নিচ্ছেন রাজ্যের বিভিন্ন বিরোধী নেতৃত্ব। আজ বিজেপির পক্ষ থেকে শিক্ষা বাঁচাও পদযাত্রার আয়োজন করা হয়েছিল। যেখান থেকে রাজ্য সরকারকে একাধিক বিষয়ে কটাক্ষ ও অভিযুক্ত করলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন যে, শিক্ষাকে বাঁচানো প্রয়োজন। শিক্ষক, শিক্ষাকর্মী সহ সকলে নেমেছেন পথে। শুধু শিক্ষা নয়, এই সরকার সমস্ত ক্ষেত্রে ব্যর্থ। তৃণমূল সরকারের আমলে শিক্ষক, পার্শ্ব শিক্ষকদের কি অবস্থা হয়েছে? তা তাঁরা দেখেছেন। শিক্ষার সঙ্গে যারা যুক্ত, তাঁদের প্রত্যেকেরই দৈন্যদশা। কেউই ঠিকমতো মাইনে পান না। আগে বলা হয়েছিল যে, পার্শ্বশিক্ষকদের ধাপে ধাপে স্থায়ী করা হবে। তিনি অভিযোগ করেছেন, তা করেনি রাজ্য সরকার। যে সমস্ত শিক্ষামিত্র মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন, তাঁদের আটকে রাখা হয়েছে শ্রীঘরে। তৃণমূল সরকার মানুষের জন্য কাজ করতে ব্যর্থ হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের পার্শ্ব শিক্ষক ও মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এই পদযাত্রার সিদ্ধান্ত নেয় বিজেপি। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, বিজেপি মিছিল করবে কি? আগে তারা জাতীয় শিক্ষানীতি ঠিক করে দিক। শিক্ষামন্ত্রীর এই কটাক্ষের জবাবে রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন যে, এটাই হচ্ছে সমস্যা। নিজেদের কিছু বলতে গেলে কথায় কথায় কেন্দ্রকে দেখিয়ে দেয় তৃণমূল। কেন্দ্রের সঙ্গে বিবাদ করেই রাজ্যের এমন অবস্থা। রাজ্যকে আগে ঠিক করা দরকার। রাজ্য সরকার আগে নিজেদের রাজ্যকে দেখুক, তাহলেই হবে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল রাজ্যজুড়ে পথে নামতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূলের এই পদক্ষেপ সম্পর্কে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানালেন যে, রাজ্যের শাসক দল তৃণমূল সরকার শিক্ষকদের ভালো রাখছে না, পার্শ্বশিক্ষকদের ভালো রাখছে না, ভালো রাখছে না রাজ্যের মানুষকে। আগে সরকার রাজ্যে শিল্প আনার বিষয়ে চিন্তাভাবনা করুক। আগে মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে, বাংলার মানুষ কি করে ভালো থাকবেন।

এভাবেই শিক্ষা বাঁচাও পদযাত্রা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে একেবারে তুলোধোনা করলেন বিজেপি নেতৃত্ব। আজ কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপির শিক্ষা সেল এই পথযাত্রার আয়োজন করে। এই পদযাত্রায় রাজীব বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!