এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > লাল দুর্গেও ভোট অঙ্ক! কোন আসনে কামাল করবে বাম-কং জোট? বুঝে নিয়ে ঝাঁপাতে চলেছে আলিমুদ্দিন

লাল দুর্গেও ভোট অঙ্ক! কোন আসনে কামাল করবে বাম-কং জোট? বুঝে নিয়ে ঝাঁপাতে চলেছে আলিমুদ্দিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে মূল লড়াইটা হবে তৃণমূল এবং বিজেপির মধ্যে। কিন্তু সেখানে তারা কতটা দাগ কাটতে পারবে, সেটাই এখন প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাম এবং কংগ্রেসের অন্দরমহলে। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের 294 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বাম কংগ্রেস জোট করলে কোন আসনে তারা ভালো লড়াই দিতে পারবে, তা এখন বুঝে নিতে চাইছে সিপিএম নেতৃত্ব।

আর তাই জয়-পরাজয়ের সম্ভাবনার কথা মাথায় রেখে আসনগুলোকে বেশকিছু ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিচ্ছে তারা। এক্ষেত্রে দ্রুত বিভিন্ন জেলা নেতৃত্বকে এই ব্যাপারে তাদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। সূত্রের খবর, সম্প্রতি সিপিএমের রাজ্য কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই ভিডিও কনফারেন্সে বৈঠকের পর শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, জয়ের সম্ভাবনা নিরিখেই তালিকা তৈরি করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মোটকথা সাংগঠনিক শক্তির ওপর ভর করেই যে আগামী দিনে নির্বাচনে লড়তে হবে, তা বুঝিয়ে দিয়েছে সিপিএম নেতৃত্ব। পাশাপাশি শাসকদলের বিরুদ্ধে কোন কোন বিষয়ে বেশি প্রতিবাদ করা হবে, সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরেও আসন তিনভাগে ভাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আগামী দিনে কংগ্রেসের সঙ্গে বিধানসভা নির্বাচনে জোট হবে ধরে নিয়েই কোন আসন গুলো সেই কংগ্রেসকে ছাড়া যেতে পারে, সেটাও দলীয় নেতৃত্বকে মাথায় রাখার নির্দেশ দিয়েছে সিপিএমের রাজ্য নেতৃত্ব।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, 2011 সালে রাজ্যের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর যত দিন যাচ্ছে, ততই সিপিএমের অবস্থা সংকটজনক হয়েছে। 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত তারা রাজ্যের প্রধান বিরোধী দল থাকলেও, 2016 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরোধী দলের আসন দখল করে। তারপর কংগ্রেস এবং সিপিএম মিলে জোট করে বিভিন্ন নির্বাচনে সেভাবে তারা ভালো ফল করতে পারেনি। উল্টে তাদের জায়গা দখল করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এমত পরিস্থিতিতে আগামী দিনে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই বিরোধী থেকে শাসকের ক্ষমতায় যাওয়ার ইচ্ছা রেখে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে গেরুয়া শিবির।

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে ক্ষমতায় আসার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই এই পরিস্থিতিতে তৃণমূল এবং বিজেপি দলের অস্বস্তি বাড়িয়ে এখন থেকে কোন, কোন আসনে কি রকম অবস্থা রয়েছে, তা দেখে নিতে চাইছে সিপিএম নেতৃত্ব। পাশাপাশি আগামী দিনে সাংগঠনিক ভিত্তির ওপর ভর করে নির্বাচন লড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে তারা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!