এখন পড়ছেন
হোম > রাজ্য > সরকারি নির্দেশে এবার ব্যাপক পরিবর্তন নবান্নের অন্দরে, ভয়ের কারণ কি কমিশনের জুজু?

সরকারি নির্দেশে এবার ব্যাপক পরিবর্তন নবান্নের অন্দরে, ভয়ের কারণ কি কমিশনের জুজু?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে সামান্য সময় হাতে রয়েছে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি। আর সেই সুযোগে এবার আরও একবার সরকারী অফিসারদের রদবদল করে নিল রাজ্য সরকার। এবার নবান্নে একাধিক অফিসারকে বদল করে দেওয়া হল রাজ্য সরকারের তরফ থেকে। হঠাৎ করে এই বদল এর কারণ কি? সেক্ষেত্রে মনে করা হচ্ছে, নির্বাচন কমিশনের অভিযোগ এড়াতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ।

যে বদলগুলি হল, তা একনজরে দেখে নেওয়া যাক। জানা গেছে, খাদ্য দপ্তরের কনজিউমার গুডস এর ডিরেক্টর ভি ললিতালক্ষ্মীকে এবার করা হলো টেকনিক্যাল এডুকেশন এর অ্যাডিশনাল সেক্রেটারি। পাশাপাশি খাদ্য দপ্তরের ওই পদে নিয়ে আসা হল ক্রেতা সুরক্ষা দপ্তরের যুগ্ম সচিব সানা আখতারকে। অন্যদিকে দেখা যাচ্ছে, খাদ্য ও খাদ্য দপ্তরের কমিশনার মিতালী বন্দোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তরের কমিশনার করে। ক্রেতা সুরক্ষা দপ্তরের যুগ্ম-সচিব জয়সী দাশগুপ্তকে নিয়ে যাওয়া হয়েছে এটিআই-এর ওএসডি পদে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কম্পালসারি ওয়েটিং এ থাকা কৃষ্ণেন্দু সাধুখাঁ এসেছেন ভ্যালুয়েশন বোর্ডের ওএসডির দায়িত্বে। পাশাপাশি বদল হয়েছে দক্ষিণ দিনাজপুরের ডিএম এর। ডিএম নিখিল নির্মলকে করা হয়েছে রাজ্য ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের সেক্রেটারি। এবং দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব কৌশিক কুমার নাগ কে। পাশাপাশি পি অ্যান্ড এআর দপ্তরের ওএসডি দীপপ্রিয়া গেছেন কৃষি দপ্তরের যুগ্ম সচিব পদে। খাতরার এসডিও রবিরঞ্জন হয়েছেন স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব।

সম্প্রতি রাজ্য পুলিশের একাধিক পদেও পরিবর্তন হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার জায়গায় এসেছেন সৌমেন মিত্র। অনুজ শর্মাকে নিয়ে যাওয়া হয়েছে সিআইডি বিভাগে। ব্যারাকপুরের কমিশনার পদে নিয়ে আসা হয়েছে অজয় কুমার নন্দকে। হাওড়ার কমিশনার করা হয়েছে সি সুধাকরকে। এডিজি আইজিপি প্লানিং এর দায়িত্বে এসেছেন রাজীব মিশ্র। সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে বিশেষজ্ঞরা মনে করছেন রাজ্যে আইন-শৃংখলার ব্যাপক পরিবর্তন ও পাশাপাশি নবান্নে সরকারি অফিসারদের যে রদবদল হলো, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!