এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শাসকদলের জন্য খুশির খবর নিয়ে এলো আদালত, জেনে নিন

শাসকদলের জন্য খুশির খবর নিয়ে এলো আদালত, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কয়েক বছর ধরে খুনের মামলায় অভিযুক্ত হয়ে হাওড়ার তৃণমূল নেতা দীর্ঘদিন যাবত বিচারাধীন ছিলেন। যা নিয়ে বিরোধীদের কটাক্ষ সইতে হত শাসক দলকে নিয়মিত। কিন্তু এবার হাওড়া আদালত ভার্চুয়াল পদ্ধতিতে খুনের আসামি বলে অভিহিত তৃণমূল নেতাকে বেকসুর খালাস দিল। রায় বেরিয়েছে সোমবার। 3 বছর আগে অর্থাৎ 2016 সালে হাওড়ার মল্লিক ফটকের কাছে এক নিরাপত্তারক্ষী খুন হন ডিউটি করার সময়ে।

সে সময় পুলিশের হাতে ধরা পড়েন এলাকার 5 অভিযুক্ত। এবং 2017 সালে মূল অভিযুক্ত হিসেবে হাওড়া তৃণমূল নেতা তথা হাওড়ার পুর নিগমের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শৈলেশ রাইকে গ্রেপ্তার করে পুলিশ। এতদিন ধরে শৈলেশ রাইয়ের বিরুদ্ধে অভিযোগটি বিচারাধীন ছিল। কিন্তু এবার বিচারক সর্বানী মল্লিক চট্টোপাধ্যায় সোমবার ভার্চুয়ালি পদ্ধতিতে এই মামলার নিষ্পত্তি করলেন বলে জানা গেছে। 39 জনের সাক্ষ্যপ্রমাণ গ্রহণ করা হয় এই মামলায়। দেখা গেছে, বিরোধীদের পক্ষ থেকে কোন উপযুক্ত প্রমাণ আদালতে পেশ করা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলস্বরূপ নির্দ্ধিধায় মুক্তি পেলেন তৃণমূল নেতা। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনের আগেই এই মুক্তি খুব স্বাভাবিকভাবেই তৃণমূল শিবিরে নিয়ে এলো বড়সর স্বস্তি। যদিও করোনা আবহের মধ্যে গুরুত্বপূর্ণ এই মামলার ভার্চুয়ালি শুনানির মাধ্যমে রায় ঘোষণায় বিরোধীরা শুরু করেছে বিতর্ক। তবে হাওড়া আদালতের এই রায় রাস্তা দেখাল, পরবর্তীকালে আরো অন্যান্য মামলার নিষ্পত্তি হতে পারে এই ভার্চুয়াল পথেই।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, এই মামলা নিয়ে দীর্ঘদিন ধরেই হাওড়া জেলায় বেকায়দায় পড়েছিল তৃণমূল শিবির। কিন্তু এবার ভার্চুয়ালি পদ্ধতিতে এই রায় তৃণমূল শিবিরের পক্ষে আসায় এবং তৃণমূল নেতা শৈলেশ রায়ের বেকসুর খালাসের কারণে যথেষ্ট স্বস্তিতে তৃণমূল শিবির। এমনিতেই হাওড়া জেলা নিয়ে বিতর্ক প্রচুর। অন্যদিকে তৃণমূল নেতা শৈলেশ রাইয়ের বেকসুর খালাসের খবরে বিরোধীরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন প্রবলভাবে। তবে এবার দেখার, এই মামলা আরও উচ্চতর আদালতে পৌঁছায় কিনা ! আর সে জায়গায় কিন্তু তৃণমূলের চাপ বাড়বে বৈ কমবে না বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!