এখন পড়ছেন
হোম > রাজ্য > স্কুল নিয়ে জেলায় জেলায় নোটিশ, কড়া নির্দেশ শিক্ষা দপ্তরের! জেনে নিন!

স্কুল নিয়ে জেলায় জেলায় নোটিশ, কড়া নির্দেশ শিক্ষা দপ্তরের! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক বৈঠকে বিভিন্ন বিদ্যালয়ে বিদ্যুৎ অপচয় হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন। এক্ষেত্রে সরকারি আধিকারিকদের নজর রাখারও নির্দেশ দেন তিনি। আর সেই বৈঠকের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জেলায় বার্তা পাঠিয়ে দেওয়া হলো। যেখানে বিভিন্ন জেলার স্কুল শিক্ষা পরিদর্শকের অফিসে নোটিশ পাঠিয়ে বিদ্যুৎ অপচয় বন্ধে বড় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সূত্রের খবর, আজ স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের পক্ষ থেকে বিভিন্ন জেলায় স্কুল পরিদর্শকের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। যেখানে জানানো হয়েছে যে, স্কুল ছুটির পরেও বিদ্যুৎ অপচয় হচ্ছে। তাই তাকে বন্ধ করতে প্রত্যেকটি স্কুলে নির্দেশিকা পাঠাতে হবে। পাশাপাশি বিভিন্ন সময় সারপ্রাইজ ভিজিট করতে হবে জেলা স্কুল পরিদর্শকদের বলেও জানিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বার্তাকে কার্যকর করতে এবার বিদ্যুৎ অপচয় বন্ধে তড়িঘড়ি নড়েচড়ে বসলো রাজ্যের শিক্ষা দপ্তর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!