এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শিবরাত্রিতে মনোনয়ন দিচ্ছেন না মমতা, নন্দীগ্রাম নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূল নেত্রীর!

শিবরাত্রিতে মনোনয়ন দিচ্ছেন না মমতা, নন্দীগ্রাম নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূল নেত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর নন্দীগ্রামে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, আগামী বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রামে প্রার্থী হবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করলেও, বাস্তবে সত্যি সত্যিই কি তিনি প্রার্থী হবেন, তার জন্য প্রার্থী তালিকার দিকে নজর রেখেছিলেন সকলে। তবে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় মহা শিবরাত্রির পূর্ণ তিথিতে নন্দীগ্রামে বিধানসভা আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন বলে খবর সামনে এসেছিল।

যার পরেই নিশ্চিত হয়ে গিয়েছিল, তিনি আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন। তবে এবার তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার দিন পিছিয়ে গেল। যার ফলে বাড়তে শুরু করেছে জল্পনা।প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি জানা গিয়েছিল, 11 মার্চ মহা শিবরাত্রির দিন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তাঁর মনোনয়নপত্র জমা দেবেন। কিন্তু সেই দিন এখন বদলে যাচ্ছে।

বিশেষ সূত্র মারফত খবর, আগামী 9 মার্চ নন্দীগ্রামে তৃণমূল নেত্রী নিজের মনোনয়নপত্র জমা দেবেন। আর তারপরেই 11 মার্চ মহা শিবরাত্রিতে নন্দীগ্রামের একটি শিব মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তার। অর্থাৎ শিবরাত্রির দিনে ভগবানের আরাধনা করে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্বাচনী প্রচার শুরু করে দিতে চাইছেন।অর্থাৎ এই ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার যে, নিজের ঘোষণা মত নন্দীগ্রামেই দাঁড়াতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে দিনের কিছুটা বদল হয়েছে মাত্র। মহা শিবরাত্রির দিন তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলে শোনা গেলেও, এবার দুইদিন আগেই তা জমা করতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর শিবরাত্রির পূর্ণ তিথিকে কাজে লাগিয়ে নন্দীগ্রামের শিব মন্দিরে পুজো দিয়ে ভগবানের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবেন তৃণমূল নেত্রী। কেননা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল প্রতিপক্ষের নাম শুভেন্দু অধিকারী। যিনি তার দলেরই প্রাক্তন সৈনিক। কিন্তু এখন সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে নাম লিখিয়েছেন।

বিজেপির পক্ষ থেকে নন্দীগ্রামে শুভেন্দুবাবুকে প্রার্থী করা হোক বা না হোক, তিনি যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার জন্য চেষ্টা চালাবেন, তা ইতিমধ্যেই বিভিন্ন সভা থেকে জানিয়ে দিয়েছেন শুভেন্দুবাবু। তাই তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম থেকেই নন্দীগ্রাম দখলে বিন্দুমাত্র সময় নষ্ট করতে চাইছেন না। আগামী 9 মার্চ নিজের মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হয়ে নিজের প্রচার শুরু করে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!