এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শিল্প গড়তে রাজ্যের সদিচ্ছা, ভূয়সী প্রশংসা হেভিওয়েট কর্তার!

শিল্প গড়তে রাজ্যের সদিচ্ছা, ভূয়সী প্রশংসা হেভিওয়েট কর্তার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে শিল্প এবং কর্মসংস্থানের অভাব রয়েছে, এই অভিযোগ তুলে ধরে বারবার শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বিরোধীরা। তবে শিল্পের ব্যাপারে যে রাজ্য সরকার যথেষ্ট সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত, তা বারবার তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর 10 বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সেই ভাবে কোনো বড় শিল্পগোষ্ঠী রাজ্যে লগ্নি করেনি বলেই দাবি একাংশের। আর এই পরিস্থিতিতে অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করেছে রাজ্য সরকারের। তবে এবার রাজ্য সরকারকে বড়সড় স্বস্তি দিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই যে লগ্নি করবার জন্য তাদের কাছে প্রস্তাব এসেছিল, তা জানিয়ে দিলেন বেদান্ত গোষ্ঠীর কর্তা অনিল আগরওয়াল।

সূত্রের খবর, সোমবার বণিকসভার পক্ষ থেকে একটি অনলাইন সভায় যোগ দেন তিনি। আর সেখানেই রাজ্য সরকারের শিল্প গড়ার ব্যাপারে আন্তরিকতার কথা তুলে ধরেন এই শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান। এদিন এই প্রসঙ্গে বলেন, “এটা অসাধারণ ব্যাপার যে, বাংলায় সরকার গড়ার 14 থেকে 15 দিনের মধ্যে এই রাজ্যে লগ্নি করার জন্য আমার সঙ্গে দুবার যোগাযোগ করা হয়েছিল।” স্বাভাবিকভাবেই অনিল আগরওয়ালের মত হেভিওয়েট শিল্পগোষ্ঠীর কর্তা এই ধরনের মন্তব্য করার পরে রাজ্য সরকার যে নিজেদের গা থেকে শিল্প বিরোধী তকমা কিছুটা হলেও মুছে ফেলতে সক্ষম হবে, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এই ব্যাপারে বিরোধীদের পক্ষ থেকেও এতদিন শিল্প বিরোধী তৃণমূল সরকার বলে যে কটাক্ষ করা হয়েছিল, তাও কার্যত খণ্ডন হয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত 10 বছর তৃণমূল সরকার রাজ্যের ক্ষমতায় থাকলেও, সেভাবে শিল্প আসেনি বলেই অভিযোগ। পাশাপাশি তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যের শিল্পমন্ত্রীর দায়িত্ব নেওয়া পার্থ চট্টোপাধ্যায় বারবার সেই শিল্প গঠনের ব্যাপারে রাজ্য সরকারের সদর্থক ভাবমূর্তিকে সামনে এনেছেন। কিন্তু তারপরেও সেভাবে বড় মাপের কোনো শিল্পগোষ্ঠী রাজ্যে লগ্নি করার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেনি। যার ফলে বিরোধীদের পক্ষ থেকে রাজ্য সরকারকে আক্রমণ করা হচ্ছে।

আর এই পরিস্থিতিতে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে শাসক শিবিরকে যথেষ্ট স্বস্তি দিলেন বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগরওয়াল। তবে সরকারের পক্ষ থেকে শিল্প গড়ার ব্যাপারে এই শিল্পগোষ্ঠীর করছে আবেদন গেলেও, তারা রাজ্যে বিনিয়োগ করার ব্যাপারে কি চিন্তাভাবনা করছে, তা নিয়ে কিছুই বলেননি তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!