এখন পড়ছেন
হোম > জাতীয় > শিবসেনার প্রবল চাপের মুখেও মাথা নোয়াবে না বিজেপি! স্পষ্ট করলেন ফড়নবীশ

শিবসেনার প্রবল চাপের মুখেও মাথা নোয়াবে না বিজেপি! স্পষ্ট করলেন ফড়নবীশ


সদ্য বিধানসভার নির্বাচন সম্পন্ন হয়েছে মহারাষ্ট্রে। বিজেপি, শিবসেনা জোট বেঁধে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন লড়েছে। আর তার ফল হাতেনাতে মিলেছে। মহারাষ্ট্রে জোট শিবির জয়লাভ করেছে। কিন্তু মহারাষ্ট্রে জয়লাভ করেও বিজেপি শিবিরে স্বস্তি নেই। কারণ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দুই শরিকের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ কে পাবেন তাই নিয়ে চলছে লড়াই। যদিও নির্বাচনের আগেও দুই জোট শরিক এর মধ্যে আসন বন্টন নিয়ে একটা জল্পনার সৃষ্টি হয়েছিল। কিন্তু সে জল্পনা উড়িয়ে নির্বাচনে প্রতিনিধিত্ব করেছিল একসাথে।

মহারাষ্ট্রের আসন সংখ্যা 288। সেখানে বিজেপি পেয়েছে 105 টি আসন। ম্যাজিক ফিগার থেকে যা অনেকটাই কম। এদিকে শিবসেনার হাতে রয়েছে 56 জন বিধায়ক। একযোগে সরকার গড়তে হয়তো কোনো বাধা নেই, কিন্তু সমস্যা এসেছে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে। শিবসেনা মুখ্যমন্ত্রীর পদের জন্য জোরদার দাবি জানিয়েছে। অন্যদিকে একক বৃহত্তম দল বিজেপি শিবসেনার এই দাবি মানতে নারাজ।

এ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়নবিশ জানিয়েছেন, “জনাদেশ পরিষ্কার বিজেপি শিবসেনা, আরপিআই, আরএসপি, শিব সংগ্রাম জোটের পক্ষে। এই জনাদেশকে সম্মান করতে হবে। এই জনাদেশ অনুযায়ী বিজেপিই একক বৃহত্তম দল। আমরা দিওয়ালির পরেই বিধানসভার দলনেতা নির্বাচন করব এবং তার পরপরই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। বিজেপি নেতৃত্বাধীন সরকার শক্তিশালী ও স্থায়ী হবে। তাছাড়া আগের বারের তুলনায় আমাদের স্ট্রাইকরেট অনেক বেশি।

আগেরবার আমরা 260 আসনে লড়ে 122 টি পেয়েছিলাম। এবার মাত্র 150 আসনে লড়ে 105 টি জিতেছি।’ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এর এই বক্তব্যের মধ্যেই পরিষ্কার, শিবসেনা কে কোনভাবেই মুখ্যমন্ত্রীত্বের দাবিদার মানতে রাজি নন তাঁরা।আর এই নিয়ে মহারাষ্ট্রের জোট শরিকদের মধ্যে তিক্ততা বেড়ে চলেছে।

নির্বাচনে বিজেপির আসন কমায় এবার শিবসেনা মুখ্যমন্ত্রীত্বের জন্য জোরালো দাবি জানিয়েছে। ভোটের আগেই শিবসেনার শর্ত ছিল, ফিফটি-ফিফটি ফর্মুলার। আর সেই ফর্মুলা অনুযায়ী শিবসেনা থেকে আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিজেপি যদি শিবসেনার দাবি না মানে, তাহলে শিবসেনা বিকল্প পথ খোলা রাখার ব্যবস্থা করেছে। সেক্ষেত্রে সরকার গড়ার জন্য এনসিপি’র হাত ধরতে পারে তাঁরা। কিন্তু কংগ্রেস আবার সেই জোট মানবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। শুক্রবারে শিবসেনা মুখপত্রতে পরিষ্কার করে দিয়েছেন তাঁরা এনসিপির শরদ পাওয়ারের হাত ধরতে তাঁদের আপত্তি নেই।

অন্যদিকে, মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সে ব্যাপারে রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফিফটি-ফিফটি ফর্মুলায় যদি মুখ্যমন্ত্রীর পরিবর্তন হয়, তাহলে উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের জন্য অসুবিধা হতে পারে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদের দুই দাবিদার’ দেবেন্দ্র ফড়নবিশ এবং আদিত্য ঠাকরের মধ্যে দেবেন্দ্র ফড়নবিশ এর অভিজ্ঞতা এবং বয়স দুটোই বেশি। আপাতত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিজেপির হেডকোয়ার্টার কোন বিশেষ পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে এখন দেশের রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!