এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যে লকডাউনের বর্ষপূর্তিতে করোনার ভ্রুকুটি নতুন করে জাগাচ্ছে আতঙ্ক

রাজ্যে লকডাউনের বর্ষপূর্তিতে করোনার ভ্রুকুটি নতুন করে জাগাচ্ছে আতঙ্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ এক বছর ধরে লকডাউন চলার পর করোনা কিছুটা স্তিমিত হয়েছিল। মানুষ ঘর থেকে বেরোতে শুরু করেছিল, এবং সাবধানতা অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই নতুন করে করোনার সেকেন্ড ওয়েভ খেল দেখাতে শুরু করে দিয়েছে দেশজুড়ে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় আংশিক লকডাউন শুরু হয়ে গেছে। এ রাজ্যেও করোনার প্রভাব ভালো মতন পড়তে শুরু করে দিয়েছে। এদিকে রাজ্যজুড়ে ভোটের ঘোষণা হয়ে গিয়েছে। তুঙ্গে নির্বাচনী ব্যস্ততা। প্রতিটি রাজনৈতিক দলের প্রায় নিত্যদিন সভা ও মিছিল লেগে রয়েছে। বহু মানুষের জমায়েত দেখা যাচ্ছে।

যদিও নির্বাচন কমিশনের কড়া নির্দেশ রয়েছে করোনা বিধিনিষেধ মানার। এর মধ্যেই জানা যাচ্ছে, গত 24 ঘণ্টায় নতুন করে রাজ্যে 500 জনেরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন। যা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। রাজ্যে 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 516 জন। তাঁদের মধ্যে 167 জনই কলকাতার। অর্থাৎ আবারও সংক্রমণের নিরিখে শীর্ষস্থান দখল করল রাজ্যে কলকাতা। দ্বিতীয় স্থানে অবশ্যই আগের মতোই উত্তর 24 পরগনা। সেখানে 115 জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। তৃতীয় স্থানে হাওড়া। নতুন করে সেখানে 33 জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকেও কমবেশি করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আপাতত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 5 লাখ 82 হাজার 381। একইসাথে সংক্রমণ যেমন বাড়ছে, তেমনিই মৃত্যুও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন রাজ্যের চারজন। তাদের মধ্যে দুজন কলকাতার এবং দুজন উত্তর 24 পরগনার। রাজ্যের মোট 10 হাজার 316 জনের এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। পাশাপাশি একদিনে করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন 344 জন। এ পর্যন্ত রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা 5 লক্ষ 64 হাজার 115। গত বছরের মার্চ মাস থেকে লকডাউন শুরু হয়েছিল। লকডাউন যখন এক বছরের সময়সীমা অতিক্রান্ত করতে চলেছে, সে সময় আবার নতুন করে করোনার বাড়বাড়ন্ত এবং লকডাউনের হাতছানি।

গোটা দেশের মতন এ রাজ্যেও লকডাউন এর জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল। আড়াই মাস পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে জীবনযাত্রা। কমতে থাকে সংক্রমণ। কিন্তু গত কয়েকদিনে আবারো ঊর্ধ্বমুখী করোনা। বিশেষজ্ঞরা বারবার বলছেন, করোনার হাত থেকে বাঁচতে একমাত্র উপায় সাবধানতা এবং সচেতনতা। রোগীদের সনাক্ত করতে নিয়মিত পরীক্ষা চলছে। গত 24 ঘন্টায় রাজ্যে 23014 জনের করোনা পরীক্ষা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্য জুড়ে চলছে করোনার টিকাকরণ। সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন শুরুতেই যদি কঠোর অবস্থান না নেওয়া হয়, করোনাকে যদি হালকা হিসেবে নেওয়া হয়, তাহলে কিন্তু আগের বারের মতই বা বলা ভাল আগের থেকেও বেশি মারাত্মক হয়ে উঠবে করোনার দ্বিতীয় ওয়েভ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!