এখন পড়ছেন
হোম > অন্যান্য > শনিবারে তুষ্ট রাখুন শনিদেবকে! এই নিয়মগুলি পালনের মাধ্যমেই সুরক্ষিত থাকুন ‘শনির দৃষ্টি’ থেকে

শনিবারে তুষ্ট রাখুন শনিদেবকে! এই নিয়মগুলি পালনের মাধ্যমেই সুরক্ষিত থাকুন ‘শনির দৃষ্টি’ থেকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হিন্দুশাস্ত্র অনুযায়ী এক একটি দিন এক এক জন দেবতার আরাধনা করা হয়। যেমন সোম শুক্র শিবের পূজা করা হয়। তেমনই শনিবার কে শনিদেবতার আরাধনার দিন হিসেবে জানা যায়। হিন্দুদের মধ্যে এই দেবতা টিকে সন্তুষ্ট করার প্রবণতা বেশি দেখা যায়। তার কারণ মনে করা হয় তিনি অত্যন্ত রাগী এবং তাঁর রোষানলে পড়লে জীবনে দুর্দিন নেমে আস্তে পারে। তবে কিভাবে রাখবেন এই দেবতাকে তুষ্ট ? জানুন –

প্রথমতঃ – শনিবার করে স্বাত্তিক আহার করতে পারেন। এতে শরীর মন পবিত্র থাকে।

দ্বিতীয়তঃ – কাক যেহেতু শনি দেবতার বাহন, তাই প্রতিদিন কাক কে খাওয়াতে পারেন।

তৃতীয়তঃ শনিদেবতার পূজায় নীল রঙের ফুল ব্যবহার করতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চতুর্থতঃ- পুজোর সামগ্রীতে তিল বা অরহর ডাল রাখতে পারেন। দেবতা প্রীত হতে পারেন।

পঞ্চমত – সঙ্গে করে লোহা বা লোহার সামগ্রী রাখতে পারেন।

তবে দেবতাকে সন্তুষ্ট করতে আপনার ভক্তি আর বিশ্বাসই আসল। তাই ভক্তি ভরে ঈশ্বরকে ডাকলে নিশ্চয়ই তিনি তুষ্ট হবে। তবে সঙ্গে এই উপায় গুলিও আনতে পারে সুফল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!