এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারীকে নিয়ে তীব্র জল্পনার মাঝেই এবার বড়সড় মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়

শুভেন্দু অধিকারীকে নিয়ে তীব্র জল্পনার মাঝেই এবার বড়সড় মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে বর্তমানে শুভেন্দু অধিকারী প্রসঙ্গ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। শাসক দলের অন্যতম দক্ষ সেনাপতি হিসেবে ধরা হয় শুভেন্দু অধিকারীকে। এহেন শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের তৃণমূল শিবিরের দূরত্ব স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। অন্যদিকে বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একুশের বিধানসভা নির্বাচনের আগে যদি এই দূরত্ব না মেটে তাহলে কিন্তু তৃণমূল শিবিরের জন্য বিপর্যয় নেমে আসতেই পারে। তবে এই পরিস্থিতিতে এবার তৃণমূল শিবির থেকে শুভেন্দুর সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা চালানো হচ্ছে। সেই অনুযায়ী শুভেন্দু অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই আলোচনায় বসেছেন তৃণমূলের প্রবীণ সংসদ সৌগত রায়।

অন্যদিকে শুভেন্দু অধিকারী দল ছাড়ছেন বলে যে জল্পনা চলছে বাংলা জুড়ে, তাতে এবার জল ঢাললেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় বীরভূমের তারাপীঠে গিয়েছেন পুজো দেওয়ার জন্য। আর সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। একের পর এক প্রশ্ন আসতে থাকে তাঁর জন্য। যার মধ্যে মূল প্রশ্ন ছিল, শুভেন্দু অধিকারী কি এবার তাহলে দল ছাড়তে চলেছেন? আর সেই উত্তরেই পার্থ চট্টোপাধ্যায় এদিন স্পষ্ট জানিয়েছেন, শুভেন্দু অধিকারী তৃণমূলেই আছেন। বৃহস্পতিবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে তারাপীঠে আসেন পুজো দেওয়ার জন্য। সে সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

যথারীতি একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের ভূমিকা প্রসঙ্গে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। সে প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় রাজ্য সরকারের হয়ে দাবি করেন, করোনা এবং আম্ফান- দুটি প্রাকৃতিক বিপর্যয়কে একসঙ্গে সমাল দিয়েছে বর্তমান রাজ্য সরকার। পাশাপাশি এদিন পার্থ চট্টোপাধ্যায় সবার জন্যই সুস্থতা কামনা করেছেন। রাজ্যকে করোনা মুক্ত করার জন্যই যে তিনি পূজো দিয়েছেন, সে কথাও জানান। কিন্তু পুজো দিতে গিয়েও শুভেন্দু বিতর্ক কিন্তু পিছু ছাড়েনি রাজ্যের শিক্ষামন্ত্রীর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাংবাদিকরা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রাখেন। আর তারই উত্তরে পার্থ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বর্তমানে দলের অন্যতম যোদ্ধা হিসেবে ব্যাখ্যা করেন এবং জানান, শুভেন্দু এখনও দলেই আছেন। তবে সাংবাদিকরাও এত সহজে ছাড়ার পাত্র নয়। পার্থ চট্টোপাধ্যায়কে পাল্টা প্রশ্ন করা হয়, শুভেন্দু অধিকারী কি দল ছেড়ে দিচ্ছেন? এর উত্তরে কিন্তু এবার পার্থ চট্টোপাধ্যায়কে বেশ কিছুটা বিরক্ত প্রকাশ করতে দেখা যায়। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি ভবিষ্যৎদ্রষ্টা নন।

সব মিলিয়ে শুভেন্দু অধিকারী যে রাজ্য রাজনীতিতে যথেষ্ট কৌতুহল সৃষ্টি করেছেন, তা সাংবাদিকদের প্রশ্নের আদল দেখেই বোঝা যাচ্ছে। রাজ্যজুড়ে বিভিন্ন জল্পনা গড়ে উঠেছে বর্তমানে শুভেন্দু অধিকারীকে নিয়ে। মনে করা হচ্ছে, এই জল্পনা আরো বেশি তৈরি হয়েছে যেহেতু শুভেন্দু অধিকারী বা তৃণমূল শিবিরের পক্ষ থেকে কোনো নেতাই কোনো স্পষ্ট বিবৃতি জানাচ্ছেন না। তবে এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায় যেভাবে সমস্ত জল্পনায় জল ঢাললেন তাতে কিন্তু আগামী দিনে শুভেন্দু অধিকারীর তৃণমূল শিবিরে আবার সক্রিয় হবার আভাস পাওয়া যাচ্ছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!