এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শীতলকুচির ঘটনায় নির্বাচন কমিশনের বড়োসড়ো সিদ্ধান্ত, তীব্র বিতর্ক রাজনৈতিক মহলে

শীতলকুচির ঘটনায় নির্বাচন কমিশনের বড়োসড়ো সিদ্ধান্ত, তীব্র বিতর্ক রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  শনিবার দিনভর চতুর্থ দফার নির্বাচনে উল্লেখযোগ্য অংশ হয়ে রইলো নজিরবিহীন হিংসার জেরে। দিনের শুরুতেই কেন্দ্রীয় বাহিনীর হাতে প্রাণ হারায় চারজন। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় এরা প্রত্যেকেই তৃণমূলের কর্মী এবং এই মৃত্যুর ঘটনাকে ঘিরে উথাল পাথাল শুরু হয় বাংলার রাজনীতিতে। একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে অবশেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 72 ঘন্টা কোচবিহার জেলায় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রবেশ করতে পারবেন না।

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কোচবিহারের শীতলকুচিতে যাওয়ার জন্য ইতিমধ্যেই পৌঁছে গেছেন শিলিগুড়িতে। সেখানে তিনি সাংবাদিক বৈঠক করেছেন। যথারীতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রবিবারের কোচবিহার যাত্রা এই মুহূর্তে বাতিল হচ্ছে বলেই মনে করা হচ্ছে। শুধু শীতলকুচি নয়, শীতলকুচি সহ জেলার পাঁচটি স্পর্শকাতর কেন্দ্রে আগামী 72 ঘন্টা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশ জারি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই নির্দেশ নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। কমিশনের যুক্তি- শীতলকুচির পরিবেশ এই মুহূর্তে চরম উত্তপ্ত। এই পরিস্থিতিতে যদি রাজনৈতিক নেতারা সেখানে যায়, তাহলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর সে কারণেই আগামী 72 ঘণ্টা শীতলকুচিতে কোন রাজনৈতিক দলের নেতাদের যাওয়ার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। অন্যদিকে কমিশনের এই নির্দেশ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল শিবির।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে কমিশনের নতুন নির্দেশিকা। তবে রবিবারের সূচি অনুযায়ী নাগরাকাটা যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শীতলকুচির ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের যে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তা নিয়ে যে রাজনৈতিক মহলে ব্যাপক চাপানউতোর সৃষ্টি হবে সে কথা বলাই বাহুল্য। ইতিমধ্যেই বিতর্ক চরম পর্যায়ে পৌঁছেছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে কড়া নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!