এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের মদ্যপ্রেমীদের জন্য আরও বেশি সময় ধরে মদের ব্যবস্থা করতে আসছে বড়সড় নিয়মের পরিবর্তন

রাজ্যের মদ্যপ্রেমীদের জন্য আরও বেশি সময় ধরে মদের ব্যবস্থা করতে আসছে বড়সড় নিয়মের পরিবর্তন


রাজ্যের নিয়ম বলছে, রাজ্যের যে কোন মদের দোকান খোলা থাকতে পারে সকাল ১১ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত। কিন্তু, রাজ্যের মাদ্যপ্রেমীদের কথা মাথায় রেখে এবার থেকে রাত্রি ১০ টার বদলে তা খোলা থাকবে রাত্রি ১১ তা পর্যন্ত। আর যদি মদ ব্যবসায়ীরা মনে করেন, তাহলে বিশেষ অনুমতি নিয়ে সকাল ৯ টা থেকেই খুলে রাখতে পারেন নিজের দোকান।

এক সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই দিন পনেরো আগে পাঁচতারা হোটেল ও বারগুলিতে এই নিয়ম চালু হয়ে গেছে। ওই সংবাদমাধ্যমের দাবি, ক্রিসমাস ও নিউ ইয়ারের উৎসবের মরশুমের কথা ভেবে এই নিয়ম চালু হলেও এই নিয়ম সারা বছর ধরেই বলবৎ থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ওই সংবাদমাধ্যমের আরও দাবি, এই অতিরিক্ত সময় মদ বিক্রির জন্য ধার্য হওয়ায়, রাজ্য সরকার অন্তত সাড়ে দশ হাজার কোটি টাকার অতিরিক্ত রাজস্ব বাড়াতে পারবে। যদিও, এই অতিরিক্ত সময় দোকান খোলা রাখার সিদ্ধান্তে খুশি নয় মদের দোকানের কর্মচারীরা। অত রাত্রে বাড়ি ফেরার জন্য তাঁরা নিরাপত্তার অভাবে ভুগছেন বলেও দাবি করা হয়েছে।

ওই সংবাদমাধ্যমের আরও দাবি, ইতিমধ্যেই এই নিয়ে আবগারি দপ্তরের তরফে সার্কুলার জারি করা হয়ে গেছে যা গত ২১ শে ডিসেম্বর থেকে কার্যকর। সংবাদমাধ্যমের আরও দাবি, এই ব্যাপারে আবগারি দপ্তরের বক্তব্য, বর্তমান ব্যস্ত জীবনে অনেককেই অনেক দেরি পর্যন্ত কাজ করতে হয়। ফলে, মদ কিনতে গিয়ে মানুষকে হুড়োহুড়ি করতে হয় – তাই, মানুষের সুবিধার কথা ভেবেই এই সময়ের পরিবর্তন করা হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!