এখন পড়ছেন
হোম > অন্যান্য > সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে রটছে ভুয়ো খবর! সত্য কোনটা? জেনে দেখুন নিজেই

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে রটছে ভুয়ো খবর! সত্য কোনটা? জেনে দেখুন নিজেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- গত ৬ই অক্টোবর মধ্য কলকাতার বেলভিউ নার্সিংহোমে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে শুক্রবার জানা যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তাই তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে প্লাজমা থেরাপির কথা জানানো হয়। তবে আপাতত তাঁর শরীর স্থিতিশীল বলেই জানা গেছে।

তবে, সেইসঙ্গে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল তাঁর শারীরিক অস্থিরতা। তাই শারীরিক অস্থিরতা নিয়ন্ত্রণ করাই ডাক্তারদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সেই সঙ্গে তাঁর ঘুম কমে গিয়েছে বলেও জানা গেছিল। সময়ে সময়ে আচ্ছন্ন হয়ে থাকছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে গতকাল রাতে তাঁর ভালো ঘুম হয়েছে বলে জানা গেছে।

আপাতত তাঁর চিকিৎসায় বেলভিউয়ে ১০জন চিকিত্‍সক এবং কলকাতার অন্য সরকারি বেসরকারি হাসপাতালে আরও ৬ জন চিকিত্‍সক মিলিয়ে মোট ১৬ জনের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হয়েছে বলেও জানা গেছে। আগে যেখানে তাঁকে প্রতি মিনিটে ১৬ লিটার অক্সিজেন দিতে হচ্ছিল, সেখানে বর্তমানে তাঁকে মিনিটে ১০ লিটার অক্সিজেন দিতে হচ্ছে বলে জানান হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে হাসপাতালে ভর্তি হবার পর থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে শোনা যাচ্ছিল নানা গুজব। আর তাই নিয়েই সম্প্রতি বিরক্তি দেখা গেছে তাঁর সজন মহলে। বর্ষীয়ান এই অভিনেতা বাংলার মানুষের কাছে যে কতটা আপন, সে কথা আলাদা করে বলে দিতে হয় না। তাই তাঁর করোনা আক্রান্তের খবর বাঙালির মনে যে প্রভাব ফেলবে সেটা বলাই বাহুল্য।

তাই তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তার রেশ রয়েছে অনুরাগী থেকে তাঁর পরিজন মহলে। আর সেই সঙ্গে বয়সটা ৮৫-এর কোটায় হওয়ায়, এই বয়সে একবার করোনা আক্রান্ত হলে সেই সঙ্গে তাঁর শরীরে যে স্বভাবতই জুড়ে যাবে আরো অনেক জটিল সমস্যা, সেকথা ডাক্তাররা আগেই সতর্ক করে বলেছিলেন। সেই মতো তাঁকে সুস্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকেরা। অন্যদিকে তাঁর সুস্বাস্থ্যের কামনায় প্রার্থনা করে একত্রিত হতে দেখা গেছে অনুরাগীদের।

অন্যদিকে হাল ছাড়েননি ফেলুদাও। করোনার সঙ্গে এতোদিন পুরোদমে লড়াই করেই যাচ্ছেন তিনি। সেইসঙ্গে গভীর চিন্তায় রয়েছে তাঁর পরিবার-পরিজনরাও। কিন্তু এত কিছুর মধ্যে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোয় স্বভাবতই হতাশ হয়েছেন তাঁরা। সেইসঙ্গে জানা গেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হাসপাতালে চিকিৎসারত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি। আর যা দেখার পরে মর্মাহত হয়েছেন এই বর্ষীয়ান অভিনেতার পরিবারবর্গ।

সেইসঙ্গে তাঁর মেয়ে পৌলমীদেবীকে বলতে শোনা গেছে, করোনা আক্রান্ত তাঁর বাবাকে নিয়ে যথেষ্টই উদ্বেগে রয়েছেন তাঁরা সকলে। তার মধ্যেই আইসিইউতে থাকা তাঁর বাবার ছবি বা মেডিকেল বুলেটিন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই সমস্ত মানুষের কাছে তিনি নিবেদন জানিয়েছেন তাঁর বাবার ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করতে। এবং সেইসঙ্গে তাঁদের পারিবারিক ব্যক্তিগত বিষয়টিকে রক্ষা করার জন্য। তবে তাঁর এই অনুরোধ মানুষের মনে সাড়া জাগাতে পারে কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!