এখন পড়ছেন
হোম > জাতীয় > স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ধাক্কা , জেনে নিন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ধাক্কা , জেনে নিন


করোনা পরিস্থিতি এবং লকডাউন এর জেরে এমনিতেই আর্থিক সমস্যায় জেরবার সাধারণ মানুষ। অন্যদিকে লকডাউন শুরু হবার পর থেকেই দেশের অর্থনীতি প্রায় খাদের ধারে চলে এসেছে বলে দাবী কেন্দ্রীয় অর্থনৈতিক মহলের। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এবার স্বল্প সঞ্চয় আমানতের উপর সুদের হার কমালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার ফলে মনে করা হচ্ছে, করোনা ও লকডাউন এরমধ্যে মধ্যবিত্তের উপর চাপ আবার বাড়লো।

স্টেট ব্যাংক এর তরফ থেকে জানানো হয়েছে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, এস বি আই যেভাবে একের পর এক সুদের হার কমিয়ে চলেছে তাতে এফবিআইয়ের কোটি কোটি গ্রাহকের ওপর বিরূপ মনোভাব পড়তে পারে। উল্লেখ্য, গত সপ্তাহে স্টেট ব্যাংক ফিক্স ডিপোজিটের সুদের হার কমিয়েছে। এবার সেভিংস একাউন্টে বার্ষিক সুদের হার 0.05% কমিয়ে 2.70% করল স্টেত ব্যাংক।

সাধারণত সেভিংস অ্যাকাউন্টের জন্য ব্যাংকের দুটি স্ল্যাব থাকে। একটি একলাখ এবং অন্যটি এক লাখের বেশি। এই এপ্রিলে সমস্ত স্ল্যাবের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার 0.25% কমিয়ে 2.75% করেছিল স্টেট ব্যাংক। গত সপ্তাহে স্টেট ব্যাংক সমস্ত ফিক্স ডিপোজিট এর উপর সুদের হার 0.40% হারে কমিয়েছে। আপাতত সুদের হার 7 থেকে 45 দিনের জন্য 3.3% থেকে কমে 2.9% হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার কমে হয়েছে 3.9% থেকে 3.4%।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে 46 থেকে 179 দিনের জন্য স্টেট ব্যাংক সুদের হার 4.3% থেকে কমিয়ে 3.9% করেছে বলে খবর। সেক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার 4.5% থেকে কমে 4.4% হয়েছে বলে জানা গেছে। যদি 180 থেকে 200 দিনের জন্য ফিক্স ডিপোজিট করেন কেউ, তাহলে এখন থেকে সে 4.4% হারে সুদ পাবে। এবং এই একই ক্ষেত্রে সিনিয়ার সিটিজেনরা 4.9% হারে সুদ পাবে বলে জানা গেছে। 211 থেকে 1 বছরের ফিক্সড ডিপোজিট যাদের থাকবে, স্টেট ব্যাংক সেক্ষেত্রে সুদ কমিয়ে 4.6% করেছে।

এবং যথারীতি প্রবীণ নাগরিকদের জন্য সুদ কমে 4.9% হয়েছে বলে জানানো হয়েছে। 1 থেকে 2 বছরের এফ ডির উপর সুদের হার এবার থেকে 5.1% করা হলো। অন্যদিকে একইভাবে সিনিয়র সিটিজেনদের সুদ কমে এক্ষেত্রে 5.6% করা হয়েছে বলে জানা গেছে। দুই থেকে তিন বছরের এফ ডিতে যথাক্রমে সুদের হার 5.8% এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 5.6% করা হয়েছে বলে জানা গেছে। স্টেট ব্যাংক সূত্রের খবর, 3 থেকে 5 বছরের এফ ডি স্ল্যাবে এবং 5 থেকে 10 বছরের এফ ডি স্ল্যাবে সুদের মেয়াদ কমে দাঁড়িয়েছে 5.3% এবং 5.4%। একইভাবে এই স্ল্যাবদুটির সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার কমে দাঁড়িয়েছে 5.8% এবং 6.2%।

অন্যদিকে স্টেট ব্যাংকের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে অর্থনৈতিক মহলে। বিশেষজ্ঞদের মতে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেভাবে একের পর এক সুদ কমাতে শুরু করেছে, তাতে এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা যথেষ্ট অসুবিধায় পড়বেন এবং তার ফলে ব্যাংকের ওপরেও এর ছাপ পড়তে বাধ্য। অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, ডুবে যাওয়া অর্থনীতিকে বাঁচানোর জন্য এছাড়া আর কোনো রাস্তা তাঁদের কাছে ছিল না। এই পরিস্থিতিতে এবার দেখার, সাধারণ মধ্যবিত্ত বা গরীব মানুষরা ডুবে যাওয়া অর্থনীতির শিকার কিভাবে হয়!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!