এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ নতুন ইতিহাস রচনা করতে চলেছে চন্দ্রযান ! জেনে নিন বিস্তারিত

আজ নতুন ইতিহাস রচনা করতে চলেছে চন্দ্রযান ! জেনে নিন বিস্তারিত


5 4 3 2 1…. গুম গুম শব্দ আর ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান 2। 18 জুলাই সোমবার বেলা দুটো 43 মিনিটে নির্বিঘ্নে চাঁদে পাড়ি দিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দূত চন্দ্রযান 2। আর, আজ শুরু হচ্ছে চন্দ্রযান 2 এর শেষ পর্ব। মনে করা হচ্ছে, সোমবার দুপুরে চন্দ্রযান 2 অরবিটার থেকে পৃথক হয়ে চাঁদের মাটির কাছাকাছি পৌঁছে যাবে ল্যান্ডার বিক্রম। আর এভাবেই ভারতবাসী সাক্ষী হবে এক অনন্য ইতিহাসের।

চন্দ্রযান 2 চাঁদের শেষ কক্ষপথে পৌঁছে ছিল রবিবার। আর সোমবার দুপুরে হবে তার অন্তিম পদক্ষেপ। ইসরোর সূত্র থেকে জানা গেছে চাঁদের অভিযানের এই মিশনে একের পর এক তাৎপর্যপূর্ণ ঘটনাবহুল, এরমধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রযান 2 এর জন্য পাঁচটি কাজের তালিকা তৈরি করা হয়েছে। যার মধ্যে প্রথমটি হলো ‘ডিঅরবিট’। বিক্রম নিজেই মূল যান থেকে আলাদা হয়ে চাঁদের মাটিতে নামার প্রস্তুতি নেবে। সবকিছু ঠিকঠাক থাকলে সে নিজেই কক্ষপথ ছোট করবে। সাকুল্যে 4 দিনে চাঁদের মাটির কাছাকাছি পৌঁছে যাবে আর এই কদিন চন্দ্রযান 2 থাকবে আড়াআড়িভাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

6 তারিখ সকালে আশা করা যাচ্ছে, চন্দ্রযান চাঁদের মাটিতে পা দেবে এবং একদম সোজাসুজি। যা ভারতীয় সময় অনুযায়ী 7 সেপ্টেম্বর রাত দুটো। তবে চাঁদের মাটিতে আগে থেকেই চীন থেকে পাঠানো একটি ল্যান্ডার রয়েছে, যার নাম ‘চেঞ্জ 4’। আর সাথে একটি রোভারও আছে যার নাম ‘ইউটু 2’। ‘ইউটু 2’ এখনো গবেষণার কাজ করছে চাঁদে। তাই বিক্রম সেখানে একা নয়। ‘বিক্রম’ এবং ‘চেঞ্জ 4’ এর মধ্যে দূরত্ব থাকবে তিন হাজার কিলোমিটার। চিনা ল্যান্ডার ‘চেঞ্জ 4’ রয়েছে চাঁদের উত্তর প্রান্তে। ভারতীয় ল্যান্ডার ‘বিক্রম’, নামবে চাঁদের দক্ষিণ প্রান্তে।

উল্কাপাতের কারণে বেশ কিছুদিন ‘চেঞ্জ 4’ কাজকর্ম বন্ধ রেখেছিল। বর্তমানে ‘চেঞ্জ 4’ চাঁদের উত্তর প্রান্তে একটি জেলির মতন বস্তু খুঁজে পেয়েছে। চীনা বিজ্ঞানীদের অনুমান, উল্কাপাতের ফলেই এই জেলির মতন বস্তুটির সৃষ্টি হয়েছে। চীনা মহাকাশ গবেষকরা এখন সেই জেলির রহস্য সন্ধানে ব্যস্ত। অন্যদিকে, চাঁদের মাটিতে নামার সময় ভারতীয় ল্যান্ডারটির গতিবেগ অনেক বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। চন্দ্রযান-এর কাজ হবে সে সময় গতি কমানো। তবে একইসঙ্গে চলছে প্রার্থনা, চাঁদের মাটিতে ধুলোবালির ঘর্ষণে ল্যান্ডারটি যেন ক্ষতিগ্রস্ত না হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!