এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Breaking News, কবে থেকে খুলবে স্কুল? বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Breaking News, কবে থেকে খুলবে স্কুল? বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছরের মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে স্কুল-কলেজ। চলতি বছরে একবার নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তা বেশিদিন সম্ভব হয়নি। সম্প্রতি, দ্বিতীয় ঢেউ অনেকটা স্তিমিত হয়ে পড়েছে। এই অবস্থায় স্কুল,কলেজ কবে খুলবে? এটা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে। এবার এ প্রসঙ্গে বিশেষ বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, পুজোর পর স্কুল খোলা হবে। তৃতীয় ঢেউ যদি বিপদজনক না হয়, তবে স্যানিটাইজ করে স্কুল খোলা হবে। তবে সবকিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর। তিনি জানিয়েছেন, বাংলার এখন পরিস্থিতি ঠিক রয়েছে। সংক্রমণের হার ১ শতাংশর আসে-পাশে রয়েছে। কিন্তু তৃতীয় ঢেউ এলে নিয়ন্ত্রণে রাখা যাবে না। তাই আগামীকাল কি হবে? তা এখনই বলা সম্ভব নয়। আজকের কথা যদি জিজ্ঞাসা করা হয়, তবে, বলা যায় রাজ্যের করোনা নিয়ন্ত্রণে রয়েছে। তাঁরা চান, পড়ুয়ারা স্কুলে যাকে। কিন্তু আগাম পরিকল্পনা করতে হবে। পুজো এসে গেছে তাই পুজোর ছুটি, ভাইফোঁটা, দিপাবলীর পর পরিস্থিতি ঠিক থাকলে স্কুল খোলা হবে।

পূর্বেও মুখ্যমন্ত্রী একবার জানিয়েছিলেন যে, পুজোর পর রাজ্যের স্কুল খুলতে পারে। সেসময় একদিন অন্তর অন্তর স্কুল খোলার কথা জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী আজ জানালেন, তৃতীয় ঢেউ ভয়ঙ্কর না হলে, পুজোর পর স্কুল খোলা হবে। মহারাষ্ট্র, কেরালার মত বেশ কিছু রাজ্যের পরিস্থিতি ভালো নেই। পরিস্থিতি ঠিক থাকলে পুজোর ছুটির পর স্কুল খোলা হবে। তবে, সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন জানিয়েছেন যে, করোনা আবহে স্কুল খোলার বিষয়টি নিয়ে আরো চিন্তাভাবনা করার দরকার আছে। তিনি জানিয়েছেন, স্কুল বন্ধ থাকলে যেমন পড়ুয়াদের ক্ষতি হয়। তেমনি স্কুল খোলার ফলে যদি অসুখ বিসুখ বেড়ে যায়, সেটাও চিন্তার ব্যাপার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!